হাইলাইটস
- খাওয়া কমালে কিংবা না খেলেই কিন্তু ওজন কমানো যায় না।
- এর জন্য জীবনযাত্রাও নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন।
- প্রতিদিন ঠিক সময়ে খেতে হবে, ঘুমোতে হবে
একটা সুন্দর রুটিন তৈরি করুন- খাওয়া কমালে কিংবা না খেলেই কিন্তু ওজন কমানো যায় না। এর জন্য জীবনযাত্রাও নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। প্রতিদিন ঠিক সময়ে খেতে হবে, ঘুমোতে হবে। আর শরীরচর্চা তো করতেই হবে। তাই প্রথমেই একটা সুন্দর ডায়েট প্ল্যান বানিয়ে নিন। তবে সেখানে যেন সব খাবার একদম ফ্যাট ফ্রি বা কার্বোহাইড্রেট ফ্রি এরকম না হয়। পছন্দের খাবারই রাখুন। কিন্তু কম পরিমাণে।
উদ্যোগ নিন দুজনেই- ওজন কমানোর জন্য কিন্তু দুজনকেই উদ্যোগ নিতে হবে। ওকসঙ্গে ঘুম থেকে ওঠা, টানা শরীরচর্চা এসব করতেই হবে। একদিন করে দু দিন ঘুমিয়ে পড়লে চলবে না। পাশাপাশি ১ ঘন্টায় ওয়ার্ক আউট প্ল্যান অবশ্যই করুন।
সব সময় উৎসাহ দিন- ওজন কমানো কিন্তু কয়েকদিনের ব্যাপার নয়। ধৈর্য এবং পরিশ্রম দুই চালিয়ে যেতে হয়। এমন হয় অনেক সময় এক একজন অধৈর্য্য হয়ে পড়েন। এক্ষেত্রে কিন্তু সঙ্গীকে বোঝাতে হবে। একসঙ্গে মিলে পরিশ্রম চালিয়ে যান। ডায়েট মেনে চলুন। ফল পাবেনই।
হেলদি ডেট প্ল্যান করুন- ডায়েট করছেন বলে পার্টি বন্ধ? একদম নয়। পার্টি করুন বাড়িতেই। কিন্তু সেখানে অ্যালকোহল, জাঙ্ক এসব না রাখাই ভালো। ঠান্ডা জলও খাবেন না। চিনি ছাড়া ব্ল্যাক কফি আর তেল, মশলা ছাড়া কোনও স্ন্যাক্স আইটেমেই জমুক পার্টি। আবার এক ঘেঁয়েমি কাটাতে কোনও পার্কে গিয়ে সাইকেলও চালাতে পারেন।
কেউ কারোর সমালোচনা করবেন না- একে অন্যের পাশে থাকুন। সমর্থন করুন। কিন্তু তুই বেশি মোটা, কিংবা তোর হাত গুলো ভীষণ মোটা, তুই বেশি খাস এসব মন্তব্য করবেন না। এতে অন্যজনের রাগ হতে পারে। খারাপ লাগবে এবং সেখান থেকে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। মনে রাখুন রোগা হতেই হবে। তাই লোভ সংবরণ করে আর দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে যান।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-20 18:46:00
Source link
Leave a Reply