নাক নিয়ে কম বেশি প্রায় সব মেয়েদের অভিযোগ রয়েছে। নাকটা যদি আরও একটু চিকন হত, তাহলে দারুন হত! এমন আক্ষেপ অনেকেই করতে শোনা যায়। এই আক্ষেপ কিছুটা হলেও দূর করা সম্ভব মেকআপের মাধ্যমে। আজকাল মেকআপের একটি কৌশল বেশ প্রচলিত তা হল “কনট্যুরিং”। কনট্যুরিং এর মাধ্যমে নাকটা চিকন করা যায়। ভাবছেন এই কনট্যুরিং করার জন্য দৌড়াতে হবে পার্লারে? একদমই না। বাসায় নিজে করে নিতে পারেন কনট্যুরিং এর মাধ্যমে নাকটা চিকন। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক উপায়টি।
যা যা লাগবে:
১। ম্যাক হারমনি ম্যাট আইশ্যাডো
২। ব্রাশ
যেভাবে করবেন:
১। ত্বকের রং এর থেকে কিছুটা হালকা রং এর ম্যাট আইশ্যাডো নিন।
২। ব্রাশে সাহায্য নাকের দুই পাশে দাগ দিন। আপনি যতটুকু নাক চিকন করতে চান, ততটুকু হাইলাইট করুন।
৩। নাকের মাথাটুকুতেও কিছুটা শ্যাডো ঘষুন।
৪। তারপর আরেকটি নরম ব্রাশ দিয়ে নাকের দুই পাশে লাগানো আইশ্যাডো ম্যাসেজ করে লাগান। খুব জোরে শ্যাডো ঘষবেন না। এতে শ্যাডো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৫। নাক যতটুকু চিকন করতে চান, তা অনুযায়ী শ্যাডো লাগিয়ে নিন।
টিপস:
১। আপনি চাইলে আইশ্যাডোর পরিবর্তে কনসিলার ব্যবহার করতে পারেন। ত্বকের থেকে এক শেড হালকা রঙের কনসিলার ব্যবহার করুন।
২। চোখে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন। এবং চোখে ব্যবহৃত রং নাকের দুইপাশে অল্প করে ব্যবহার করুন।
৩। ত্বকে গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার করুন।
৪। চিকন ব্রাশ ব্যবহার করুন।
৫। আপনি যদি আপনার নাক চিকন দেখাতে চান, তবে মেকআপে ম্যাট ফিনিশিং দিন। নাকে কোন শাইনার ব্যবহার করলে নাককে আরও বড় এবং মোটা দেখাবে।
নিচের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন:
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-18 22:23:56
Source link
Leave a Reply