তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুবই উপকারী। এই উপাদান তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ব্রণ দূর করেতও বেশ কার্যকর। তবে এর সঙ্গে অন্য প্রাকৃতিক উপাদান মেশালে এর কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। কী কী উপাদান এর সঙ্গে মেশাবেন এবং কীভাবে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে মেটা গার্লি ওয়েবসাইটে।
যা যা লাগবে
টক দই, মুলতানি মাটি, লেবুর রস ও হলুদ গুঁড়া।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে তিন টেবিল চামচ মুলতানি মাটি নিন। এবার এতে এক টেবিল চামচ টক দই, কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
পরামর্শ
১. তৈলাক্ত ত্বকে অয়েল বেইজড ময়েশ্চারাইজার না লাগিয়ে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
২. হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ব্যবহার করুন। না হলে মুখে জ্বালাপোড়া করতে পারে।
৩. প্যাক লাগানোর পর শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলুন। না হলে ত্বকে বলিরেখা পড়তে পারে।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-16 22:42:00
Source link
Leave a Reply