হাইলাইটস
- বিশেষজ্ঞদের মতে কানে উপস্থিত স্বাস্থ্যকর ওয়্যাক্স সাদা, হলুদ, ব্রাউন ও কালো-সহ নানান রঙের হয়ে থাকে।
- তবে এই ময়লার রঙ অন্য হলে বা এর সঙ্গে অন্য কিছু মিশে থাকলে তা ব্যক্তির দুর্বল স্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে।
কানের বাইরের অংশে এই নোংরা বা ময়লা থাকে, যা প্রাকৃতিক তেল ও ঘাম থেকে উৎপন্ন হয়। মৃত ত্বকের কোষ এবং চুলও এর সঙ্গে মিশে থাকে। কোনও ব্যক্তির কানে সাধারণত দু ধরণের ইয়ার ওয়্যাক্স পাওয়া যায়। এ সবই ব্যক্তির জেনেটিক্সের ওপর নির্ভর করে।
স্পেক্সওয়ার্স প্রধান গর্ডন হ্যারিসন বলেন, ‘কিছু ব্যক্তির কানে শুকনো ও পাপড়ির মতো ময়লা থাকে। আবার কোনও কোনও ব্যক্তির কানে নরম বা জেলের মতো ওয়্যাক্স থাকে। এগুলির রঙ সাধারণত ব্রাউন বা কমলা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে সেরুমেন বলা হয়।’
বিশেষজ্ঞদের মতে কানে উপস্থিত স্বাস্থ্যকর ওয়্যাক্স সাদা, হলুদ, ব্রাউন ও কালো-সহ নানান রঙের হয়ে থাকে। তবে এই ময়লার রঙ অন্য হলে বা এর সঙ্গে অন্য কিছু মিশে থাকলে তা ব্যক্তির দুর্বল স্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে।
অরিস ইয়ার কেয়ারের ক্লিনিক্যাল ডিরেক্টার মিশা ওয়ারকর্ক জানান, ইয়ার ওয়্যাক্সের রঙ সবুজ হলে এবং এটি দুর্গন্ধযুক্ত হলে, কান থেকে রক্ত পড়লে তা চিন্তার বিষয় হয়ে পড়ে। এ ক্ষেত্রে শীঘ্র চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ওয়ারকর্ক বলেন, ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা জানতে পেরেছেন যে কানের ময়লা থেকে স্ট্রেস বৃদ্ধিকারী হরমোন কোর্টিসল সম্পর্কে জানা যায়। তাই স্বাস্থ্যের ওপর নজরদারি চালানোর পর রোগীকে সঠিক চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।’
তিনি আরও জানান, কিছু কিছু গবেষকদের দাবি, কানে উপস্থিত ময়লা রক্তে শর্করার পরিমাণ সম্পর্কেও জানা যেতে পারে। ইয়ার ওয়্যাক্সের মাধ্যমে মধুমেহর মতো সাইলেন্ট কিলার রোগ নির্ণয় করা যায় এবং সঠিক সময় তার চিকিৎসাও করলে ঝুঁকি কমতে পারে। টাইপ-২ ডায়বিটিজ খুবই সাধারণ একটি রোগ। এতে ব্যক্তির শরীরের শর্করার পরিমাণ বেড়ে যায়।
যে লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না
* রাতে খুব বেশি প্রস্রাব বা জলতেষ্টা পেলে ব্যক্তি ডায়বিটিজের শিকার হতে পারেন। তা ছাড়াও অকারণে ক্লান্তি হলে, তা ডায়বিটিজের দিকে ইশারা করে।
* আবার কোনও ব্যক্তির ওজন বিনা পরিশ্রমে কমতে থাকলে, এর থেকেও ডায়বিটিজের ইঙ্গিত পাওয়া যায়। গোপনাঙ্গের কাছে চুলকানো, কোনও ঘা শীঘ্র সেরে না-উঠলে, চোখের সামনে সাদা দেখলেও মধুমেহর সম্ভাবনা থাকে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-14 12:18:02
Source link
Leave a Reply