সমস্যাঃ আমার বয়স ২০ বছর। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমার সমস্যা হলো, আজ থেকে প্রায় চার বছর আগে গ্রামের বাড়িতে গোসল করার সময় বুকের ওপর টিউবওয়েলের হাতলের চাপ লেগেছিল। তখন আমি সাময়িকভাবে কিছু চিকিৎসা নিয়েছি।
কিন্তু প্রায় এক বছর ধরে আমার বুকের ব্যথা খুব বেড়ে গেছে। বুকের ওপর যে জায়গায় আঘাত লেগেছিল, সেই জায়গায় চাপ দিলে প্রচণ্ড ব্যথা করে। দীর্ঘ শ্বাস টানলে বুকের ভেতর (বাঁ পাশে) প্রচণ্ড ব্যথা করে।
প্রথমে আমি মেডিসিন ও একজন অর্থোপেডিকস চিকিৎসকের শরণাপন্ন হয়েছি। তাঁরা বুকের এক্স-রে দেন। কিন্তু এতে কোনো কিছু ধরা পড়েনি। আমি অনেক ওষুধ খেয়েছি, এতে আমার কোনো উপকার হয়নি। এখন আমি শারীরিক ও মানসিকভাবে খুব কষ্টে আছি। মাঝেমধ্যে মনে হয় আর বাঁচব না। এ অবস্থায় বুকের কী পরীক্ষা করালে সঠিকভাবে রোগ নির্ণয় করা যাবে?
তরিকুল ইসলাম
আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।
পরামর্শঃ টিউবওয়েলের আঘাতে বুকে ব্যথা এত দীর্ঘ সময় থাকার কথা নয়। বর্তমানে যে ব্যথা হচ্ছে, তা সম্ভবত চার বছর আগের ব্যথা নয়। যেহেতু সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, তাই এটা মনে হচ্ছে ‘ফাইব্রোমায়েলজিয়া’। তা হয়ে থাকলে আপনি অ্যামিট্রিপটাইলিন-জাতীয় ওষুধ একটি করে প্রতি রাতে খাবেন এবং বেশি ব্যথা হলে প্যারাসিটামল ও ডাইক্লোফেনাক সোডিয়াম-জাতীয় ওষুধ খাবারের পর খাবেন। এতে আপনি ব্যথামুক্ত থাকবেন। প্রয়োজনে বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· মো· আলী হোসেন
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৭, ২০০৯
Leave a Reply