হাইলাইটস
- বেশিরভাগ অফিসেই কাজের চাপ এখন মারাত্মক।
- তার থেকেও বেশি সমস্যা হল টার্গেটের।
- এছাড়াও লকডাউনে অনেকে কাজ খুইয়েছেন।
- অনেকের স্যালারি কমে গিয়েছে
বেশিরভাগ অফিসেই কাজের চাপ এখন মারাত্মক। তার থেকেও বেশি সমস্যা হল টার্গেটের। এছাড়াও লকডাউনে অনেকে কাজ খুইয়েছেন। অনেকের স্যালারি কমে গিয়েছে। চাকরির পরিস্থিতিও আর আগের মতো নেই। চাইলেই যে মনের মতো চাকরি মিলবে সেটাও নয়। সব মিলিয়ে মানসিক চাপ এখন চূড়ান্ত। সব সংস্থাই খরচ কমানোর দিকে ছুটছেন। কিন্তু এই অতিরিক্ত কাজের পেছনে ছুটতে গিয়ে নানারকম শারীরিক সমস্যাও আসছে। তবে শুধু কাজ কিংবা টার্গেট নয়, নজর দিন নিজের শরীর-মনের দিকেও। তাই যা যা প্রথমেই করবেন-
মনকে শান্ত রাখুন- সবার আগে মনকে শান্ত রাখতে হবে। অতিরিক্ত চাপ নিজের উপর নিয়ে ফেলবেন না। কিংবা মাথা গরমও নয়। ঠান্ডা মাথায় কীভাবে সমস্যার সমাধান করবেন সেটাই কিন্তু আগে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কাজ নয়। বরং নিজের প্রয়োজন মতো কাজগুলো সাজিয়ে নিন। কারোর কথা অতিরিক্ত গায়ে মাখবেন না। এতে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়বে। সেই সঙ্গে শারীরিক সমস্যাও কিন্তু আসবে।
কীভাবে কাজ করবেন তা নিজে ঠিক করুন- আপনি কীভাবে নিজের কাজ সামলাবেন তা কিন্তু আপনাকেই ঠিক করে নিতে হবে। অন্যের কাজ দেখে নয়, নিজের কাজের প্যাটার্ন নিজেকেই বুঝে নিতে হবে। প্রথম থেকেই টার্গেট রাখুন কত দ্রুত কাজ শেষ করা যায় তাই নিয়ে।
অবাস্তব প্রত্যাশা রাখবেন না- কাজ করলে প্রত্যাশা অবশ্যই থাকবে। কিন্তু তা যেন অবাস্তব না হয়। কারণ সব সময় সব টার্গেট পূরণ করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনার পক্ষে যতটা সম্ভব ততটাই করুন। অতিরিক্ত কিছু করতে যাবেন না। এতে নিজের উপর অতিরিক্ত চাপ পড়বে। কোনও বড় কাজ থাকলে তাকে ছোট ছোট ভাগে ভেঙে নিন। সব সময় কিন্তু সবকাজ সময়ের মধ্যে হবে এমন নয়।
নিজের মূল্যায়ন নিজেই করুন- যাঁরা অতিরিক্ত কাজ চাপিয়ে দেন তাঁরা কিন্তু কাজের সঠিক মূল্যায়ন করতে পারেন না। আর সব সময় ভালো কাজ করলেই যে তার দাম পাবেন এমনও নয়। তাই নিজের কাজ, নিজের কর্মদক্ষতার উপর নিজেকেই বিশ্বাস রাখতে হবে। কাজের মূল্যায়নও নিজেকেই করতে হবে। বরং কী ভাবে নিজের আরও উন্নতি করবেন তা কিন্তু নিজেকেই ঠিক করে নিতে হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-11 18:40:13
Source link
Leave a Reply