ভেবে দেখুন তো ৪০০ বছর আগের ঢাকা কেমন ছিল? নিশ্চয় ভাবনার অকূল পাথারে পড়ে গেলেন। হয়তো বলবেন, ইতিহাসের বই পড়ে তো জেনেছি। কিন্তু চোখে দেখেননি। তবে এই সুযোগটি করে দিয়েছে এশিয়াটিক সোসাইটি। রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে তারা আয়োজন করেছে এক প্রদর্শনীর। এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে ৪০০ বছরের ইতিহাস ধারণ করা ছবি, আলোকচিত্র ও স্থাপত্যকলার সমন্বয় ঘটানো হয়েছে। এশিয়াটিক সোসাইটি গৃহীত রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক ও ইতিহাসবিদ শরীফ উদ্দীন আহমেদ বলেন, ‘তিন বছর ধরে এশিয়াটিক সোসাইটি রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে কাজ করে যাচ্ছে। আমরা ঠিক করেছি, সেই সবকিছু নিয়ে ঢাকার ওপরে ১৯টি গ্রন্থ রচনা করব। এর একটি হলো রাজধানী ঢাকার ৪০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য। সেটিকে ঘিরে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে ৪০০ বছর আগের ঢাকা কেমন ছিল, মানুষের জীবনযাত্রা ও নদী—বিশেষ করে বুড়িগঙ্গা নদী নিয়ে নানা চিত্র উঠে আসে। পরবর্তী সময়ে এ প্রদর্শনীর মাধ্যমে সেসব জিনিস সবাইকে দেখার সুযোগ করে দেওয়া হয়।’ ১৮৪০ সালের মানুষের জীবনযাত্রার ছবি; ১৯৬০ সালের বুড়িগঙ্গার সোয়ারিঘাটের চিত্র দেখলে স্বপ্নের মতো লাগে। ২০০ বছর আগের পার্সিয়ান ভাতের প্লেট, পিতলের পানের থালা, বাটা, আগরদানি থেকে শুরু করে সব ধরনের তৈজসপত্র রয়েছে। সেই মসলিন শাড়ি, কারুকাজময় ব্লাউজ, বেনারসি শাড়ি—সবই রয়েছে প্রদর্শনীতে। দেখতে পাবেন ১৬০ বছর আগের কাচের বড় বাটি, চায়ের কাপ-পিরিচ। পাকিস্তান আমলের হরিণের শিংও রয়েছে। প্রদর্শনী দেখতে আসা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারজানা জানান, ইতিহাসের সঙ্গে জড়িত জিনিসগুলোকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম। এই প্রদর্শনীতে গেলে তখনকার ঢাকার সঙ্গে আজকের ঢাকার পার্থক্য সহজেই বুঝতে পারবেন। বর্তমান ঢাকার চিত্র ও ছবি এখানে তুলে ধরা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।
তৌহিদা শিরোপা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৩, ২০১০
Leave a Reply