নিজস্ব প্রতিবেদন: জরুরি ভিত্তিতে ব্যবহারের তালিকায় কোভ্যাক্সিনকে ছাড়পত্র (Covaxin Approval) দেওয়া নিয়ে আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। শুক্রবার এমনটাই জানিয়েছেন হু এর মুখ্য বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন (Soumya Swaminathan)। এদিন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (CSE) দ্বারা আয়োজিত এক ওয়েবিনারে স্বামীনাথন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোর্টালে সমস্ত তথ্য আপলোড করছে কোভ্যক্সিন নির্মাতা ভারত বায়োটেক (Bharat Biotech)। সেসব খতিয়ে দেখা হচ্ছে হু এর তরফে।
হু এর গাইডলাইন অনুযায়ী জরুরি ব্যবহারের তালিকায় (Emrgency use list) (EUL) নতুন বা এখনও লাইসেন্স অনুমোদন হয়নি এমন প্রোডাক্ট জনগণের উপর প্রয়োগের অনুমতি দেওয়া হয়। স্বামীনাথন জানান, এক্ষেত্রে সেই প্রোডাক্টটির তিনটি পরীক্ষামূলক প্রয়োগ সফল হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে সমস্ত তথ্য। তবেই ছাড়পত্র মিলবে।
আরও পড়ুন: ইউরোপের ১৫টি দেশে মান্যতা পেল Serum Institute-র তৈরি Covishield
তবে এখনও পর্যন্ত ভারত বায়োটেকের আপলোড করা তথ্যে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তিনি। যার ফলে খুব শীঘ্রই কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারে মান্যতা দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান স্বামীনাথন। বর্তমানে জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা-সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অ্যাস্ট্রাজেনেকা ইইউ, জ্যানসেন, মডার্না, সিনোফার্মের তৈরি টিকায় অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: দেশে ফের কোভিড মৃত্যু পেরোল হাজারের গণ্ডি, কমল সংক্রমণ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-07-10 18:15:23
Source link
Leave a Reply