হাইলাইটস
- অবশেষে মামলার ফাঁসমুক্ত উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ।
- নিয়োগে জারি করা অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট।
- এবার SSC-তে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, প্রত্যেক বছর SSC এবং প্রাইমারি TET নেওয়ার চেষ্টা আমরা করব। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে শিক্ষক নিয়োগ।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের নির্দেশমতো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নানা ক্ষেত্রে প্রাপ্ত নম্বর-সহ ইন্টারভিউয়ের মেধাতালিকা প্রকাশ করে School Service Commission। কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com-এ ১ লক্ষ ৩২ হাজার প্রার্থীর নম্বর প্রকাশ করা হয়। একইসঙ্গে এই নিয়োগ ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে হচ্ছে বলে প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বয়সে ৫ বছর ছাড় দেওয়ার কথা বলেছে আদালত। বিচারক জানিয়েছেন, এ বিষয়ে কোনও নির্দেশ আদালত না দিলেও বিষয়টি কমিশনকে বিবেচনা করে দেখার কথা বলা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের TET পরীক্ষা হয়েছিল, যার ফলাফল প্রকাশিত হয় ২০১৬ সালে ১৪ সেপ্টেম্বর। ২০১৯ সালের জুলাই মাসে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয় এবং ৪ অক্টোবর নিয়োগের জন্য মেধাতালিকা। নিয়োগে দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট।
ব্রাত্য বসু জানান, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া দরকার। নিয়োগ প্রসঙ্গে তৎপর হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SSC এবং TET পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে চাকরিপ্রার্থীদের একাংশ। শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘আমরা নিয়োগ চাই। সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।’ এদিকে পুজোর আগেই প্রাথমিক TET পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে, সূত্রের খবর এমনটাই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-10 16:21:47
Source link
Leave a Reply