হাইলাইটস
- এক ঢাল লম্বা, স্বাস্থ্যোজ্জ্বল এবং জেল্লাদার চুল – এটা বোধ হয় সব মেয়েদের সুপ্ত বাসনা!
- চুলের জট ছাড়ানো, চুলের গোড়ায় রক্তসঞ্চালন, চুল মসৃণ উজ্জ্বল রাখতে নিয়মিত চুল আঁচড়াতেই হবে।
- কিন্তু যে চিরুনিটি আপনি ব্যবহার করছেন তা আপনার চুলের পক্ষে কতটা উপযোগী?
চুলের সংস্পর্শে এলে প্লাস্টিক বা ধাতুর চিরুনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপাদন করে। শীতে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে আমাদের চুল যে খাড়া খাড়া হয়ে থাকে, তার মূলেও ওই স্ট্যাটিক। তাই চুলের সম্পূর্ণ স্বাস্থ্য বজায় রাখতে চাইলে প্লাস্টিক বা ধাতুর চিরুনির বদলে বেছে নিন কাঠের চিরুনি। কাঠ স্ট্যাটিক তৈরি করে না, আপনার চুল থাকবে একদম নিখুঁত সুন্দর। আসলে, চুলে পুষ্টি বৃদ্ধি করে কাঠের চিরুনি। দেখে নিন কী কী উপকার পাওয়া যায়-
চুল নরম রাখে
কাঠের চিরুনি চুলের কোনও ক্ষতি না করে কোমলভাবে চুলের জট ছাড়ায়। চুল ভাঙে ঝরে কম। তা ছাড়া কাঠের চিরুনির দাঁড়াগুলো গোলাকার আর মসৃণ হয় বলে আঁচড়ানোর সময় স্ক্যাল্পের প্রাকৃতিক তেল সারা চুলে সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে চুল মসৃণ আর নরম থাকে।
স্ক্যাল্পের স্বাস্থ্য ও চুলের বৃদ্ধি উন্নত হয়
কাঠের চিরুনির দাঁড়া প্লাস্টিক বা ধাতুর চিরুনির চেয়ে অনেক বেশি মসৃণ, ফলে স্ক্যাল্প মাসাজের কাজটা খুব ভালোভাবে হয়। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেশি হয় এবং স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধিও ভালো হয়। বাড়তি পাওনা, প্লাস্টিক বা ধাতব দাঁড়ার আঁচড় লেগে স্ক্যাল্প জখম হওয়ার ভয়ও নেই!
খুসকি কমাতে সাহায্য করে
প্লাস্টিক বা ধাতব চিরুনি স্ক্যাল্প শুষ্ক করে দিতে পারে, যা থেকে খুসকি দেখা দেয়, চুল উঠেও যেতে পারে। কাঠের চিরুনি যেহেতু পুরো চুলে আর স্ক্যাল্পে প্রাকৃতিক তেল সুন্দরভাবে ছড়িয়ে দেয়, তাই খুসকিও কমে যায় অনেকটাই!
লম্বা চুলের পক্ষে ভালো
যাঁদের চুল লম্বা, তাঁদের তো অবশ্যই কাঠের চিরুনি ব্যবহার করা উচিত। কাঠের চিরুনি ঝটপট চুলের জট ছাড়ায়, চুলে একটা বাড়তি জৌলুস এনে দেয়। চুল বাউন্সিও দেখায় অনেক বেশি!
চুলে জমে থাকা ধুলোময়লা পরিষ্কার করে
ধাতব বা প্লাস্টিকের চিরুনিতে স্ট্যাটিক বিদ্যুৎ তৈরি হয়। ফলে আঁচড়ানোর সময় চুলের ধুলোময়লা চিরুনির গায়ে আটকে গিয়ে ফের চুলেই থেকে যায়। কাঠের চিরুনিতে সে ভয় একেবারেই নেই!
কাঠের চিরুনি পরিষ্কার করবেন কী ভাবে?
খুব সহজ! জল দিয়ে কাঠের চিরুনি ধোওয়ার দরকার নেই, কারণ জলের সংস্পর্শে এসে কাঠ নষ্ট হয়ে যেতে পারে। বদলে দাঁড়াগুলোয় সামান্য নারকেল তেল বা তিসির তেল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে আধঘণ্টা রেখে দিন, তারপর পরিষ্কার নরম কাপড়ে মুছে নিলেই আপনার চিরুনি চকচক করবে নতুনের মতো!
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-08 17:25:26
Source link
Leave a Reply