স্ট্রেইট চুলের ট্রেন্ড যতই জনপ্রিয় হোক, কোঁকড়া চুলের রয়েছে আলাদা প্রাকৃতিক সৌন্দর্য। তবে এ ধরনের চুল সামলানো যেমন কষ্টকর, তেমনি যত্নেও চাই খানিকটা বাড়তি সময়। জেনে নিন কোঁকড়া চুলের যত্নে কী কী করবেন-
প্রতিদিন পরিষ্কার করুন চুল
সব ধরনের চুলের জন্যই প্রয়োজন পরিচ্ছন্নতা। তবে কোঁকড়া চুল প্রতিদিন পরিষ্কার করা বেশি জরুরি। কারণ এ ধরনের চুলে ধুলাবালি জমে বেশি। নিয়মিত পরিষ্কার না করলে ময়লা জমে ত্বক ও চুল ক্ষতিগ্রস্ত হয়।
নিয়মিত তেল দিন
কোঁকড়া চুল দ্রুত শুষ্ক হয়ে যায়। কারণ মাথার ত্বক থেকে তেল নিঃসৃত হয়ে সেটা চুলে ঠিকমত পৌঁছাতে পারে না। তাই নিয়মিত তেল ম্যাসাজ করুন চুলে।
চুলে ব্রাশ ব্যবহার করবেন না
কোঁকড়া চুল সবসময় চিরুনি দিয়ে আঁচড়াবেন। কখনও ব্রাশ ব্যবহার করবেন না।
চুলের যত্নে হেয়ার প্যাক
চুলের যত্নে বাসায় তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। কেমিক্যালযুক্ত সামগ্রী এড়িয়ে চলাই ভালো। এগুলো চুলকে রুক্ষ করে তোলে।
কন্ডিশনার ব্যবহার করুন
কোঁকড়া চুলের জন্য কন্ডিশনার ব্যবহার অত্যন্ত জরুরি। কন্ডিশনারের প্রোটিন কোঁকড়া চুলে জট বাধতে দেয় না। ফলে ভেঙে যাওয়া থেকে রক্ষা পায় চুল।
ভেজা অবস্থায় চুলের জট ছাড়ান
কোঁকড়া চুলে জট বাধে বেশি। কন্ডিশনার ব্যবহারের পর চুলের পানি ঝরে গেলে তারপর চুলের জট ছাড়ান। শুকনা অবস্থায় চুলের জট ছাড়ানোর চেষ্টা করলে ছিড়ে যেতে পারে চুল।
সহজ সাজ
কোঁকড়া চুলে খুব বেশি স্টাইল না করাই ভালো। কারণ এ ধরনের চুল এমনিতেই জমকালো দেখায়।
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-07 19:22:35
Source link
Leave a Reply