হাইলাইটস
- দুনিয়ায় দুই ধরনের মানুষ আছেন। একদল বেঁচে থাকার জন্য খান। আর অন্য দলটি খাবার জন্য বাঁচেন।
- প্রথম দলের মানুষগুলোকে যদি জিজ্ঞেস করেন তোমার প্রিয় রেস্তোরাঁর নাম কী? সঠিক উত্তর পাবেন না।
- ওই দু চারটে নামই তাঁদের জানা।
অনেকে আছেন যাঁরা শুধু নানা প্রদেশের ঘোরেন সেখানকার খাবার খাওয়ার লোভে। হালের রাতারাতি গজিয়ে ওঠা ফুট ভ্লগ বা চ্যানেলের নির্মাতাদের রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারেন তাঁরা। সুস্বাদু খাবারের জন্য অনেক কষ্ট সহ্য করতে পারেন। পকেট থেকে খসাতে পারেন অনেক অর্থ। কতটা অর্থ খরচ করতে পারেন? এক প্লেট খাবারের জন্য দশ হাজারেরও বেশি খরচ করতেও রাজি তাঁরা। বিদেশ হলে কোনও কথা নেই, তবে প্রশ্ন উঠতে পারে যে আমাদের দেশে এত দামি খাবার পাওয়া যায় নাকি? উত্তর হল, হ্যাঁ। পাওয়া যায়। কোনও গালভরা নামের খাবার নয়, সাধারণ চেনা জানা খাবারের দামই কয়েক হাজার টাকা। মধ্যবিত্তের নাগালের বাইরে সেই দাম।
দ্য লীলা প্যালেসের পিৎজা
নয়া দিল্লির অভিজাত পাঁচতারা হোটেল দ্য লীলা প্যালেস। সেখানকারই কিউবে রেস্তোরাঁতে পাওয়া যায় দেশের সবচেয়ে দামি পিজাটি। পিজার টপিং-এ থাকে লবস্টার, এক আউন্স ক্যাভিয়ার, থাইমের সুগন্ধির মাসকারপন, গ্রে গুজ ভদকা চেজার এবং ট্রাফল অয়েল। এর দাম ১০,০০০ টাকা।
দ্য লীলা প্যালেসের অ্যাঙ্গাস টি-বোন স্টিক
দ্য লীল প্যালেসেরই আরেক ইটালিয়ান রেস্তোরাঁ লে সিরকিউ-এর অন্তম সেরা খাবার অ্যাঙ্গাস টি-বোন স্টিক। খাবারটির পোশাকী নাম ‘অ্যালা ফিওরেন্তিনা’। সঙ্গে থাকে পালং শাক, আলু এবং গোলমরিচের একটি দারুণ পদ। দাম ৮,৫০০ টাকা।
দ্য রোসেতের পেকিং ডাক
নয়া দিল্লির আরেকটি অভিজাত হোটেল দ্য রোসেতের চিনা রেস্তোরাঁ ‘চি নি’-তে পাওয়া যায় সবচেয়ে দামি হাঁসের মাংস। এই পেকিং ডাকের দাম ৫,২০০ টাকা। রেস্তোরাঁর তাক লাগানো সাজসজ্জা দেখেই সবাই মুগ্ধ হয়ে যান। দু দণ্ড বসার ইচ্ছে জাগে। আর সেই সুযোগেই খাবারের দাম বাড়িয়ে নেওয়া হয়। যদি ধনী ব্যক্তিরা ছাড়া এই রেস্তোরাঁয় ঢোকার সাহস কেউ বিশেষ দেখান না।
অনারকলির বাটার চিকেন
অবাক লাগতে পারে। বাটার চিকেন আবার কী এমন দামি খাবার? কিন্তু হায়দরাবাদের অনারকলির বাটার চিকেনের দাম ৬,০০০ টাকা। বাটার চিকেনটি তৈরি করা হয় এভিয়ান ন্যাচারাল স্প্রিং ওয়াটার, ফিলিপিনো বেরিও অলিভ অয়েল এবং গোটা এক প্যাকেট লারপ্যাক আনসল্টেড বাটার দিয়ে। ওপরে ছড়ানো থাকে ব্ল্যাক অলিভ, ধনে পাতা এবং সোনা ও রুপোর ফ্লেক্স। দিনে ১০টির বেশি অর্ডার নেওয়া হয় না। এবং সেটি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
সেন্ট রেগিসের গ্রিলড্ পর্ক চপ
চপের দাম ২,২৫০ টাকা। কোনোদিন শুনেছেন? এটিই মনে হয় বিশ্বের সবচেয়ে দামি চপ। মুম্বইয়ের দ্য সেন্ট রেগিসের গ্রিল্ড পর্ক চপ খাওয়ার সাহস পাঁচ টাকার আলুরচপ বিলাসীদের হবে কিনা সন্দেহ। মুম্বইয়ের বিখ্যাত জাপানি রেস্তোরাঁ দ্য সেন্ট রেগিস রয়েছে ৩৭ তলার বিল্ডিং-এর উপরে। পাঁচতারা এই রেস্তোরাঁটি কার্যত যেন আকাশ ছোঁয়া। ৩৭ তলার উপর থেকে গোটা মুম্বই শহরটিকে দেখা যায়। গ্রিল্ড পর্ক চপ এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার। এবং সবচেয়ে দামিও বটে। চপের দাম ২,২৫০ টাকা। এখানে একবার ঢুকলে কিন্তু সহজে বেরোতে মন চাইবে না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-07 12:12:53
Source link
Leave a Reply