হাইলাইটস
- অনেকেই যৌনতায় তৃপ্ত হন না।
- যা সম্পর্কে ভাঙনের ক্ষেত্রে যথেষ্ঠ।
ইন্সটাগ্রামে বন্ধুদের দারুণ দারুণ উইক এন্ড ট্যুরের ছবি দেখে প্রীতমকে অনেকবারই অনুরোধ করেছে। কিন্তু ফালতু খরচার কারণ দেখিয়ে প্রীতম সেসবে সায় দেয়নি। শুধু তাই নয় একসঙ্গে সময় কাটাতে চাইলেও সবদিন যে প্রীতম সময় দেয় এমন নয়। নানা বাহানাও দেখায়। তবে এমনি কিন্তু ছেলে হিসেবে প্রতীম খারাপ নয়। কিন্তু মাস ছয়েক এই ভাবে চলার পর নয়নিকা হাঁপিয়ে উঠল। তার লাইফস্টাইলের সঙ্গে কোনও ভাবেই মানিয়ে নিতে পারছিল না প্রীতমকে। অফিসের প্রোজেক্ট নিয়ে বাইরে চলে যাওয়ার পর তো আরই নয়। কোনও রকম জোড়া তালি দিয়ে সম্পর্কটা চালিয়ে যাচ্ছিল। নয়নিকা অনেকবার ভেঙে ফেলতে চেয়েছে। কিন্তু প্রীতম সায় দেয়নি। শেষপর্যন্ত নয়নিকা ওর সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিল। তবে বিশেষজ্ঞরা বলেন দুজন সম মানসিকতার না হলে কিছুতেই সম্পর্ক টেকে না। প্রথম প্রথম হয়তো অসুবিধে হয় না। কিন্তু পরের দিকে খুবই সমস্যা হয়। যে সব লক্ষণে বুঝবেন যে আপনাদের মধ্যে চূড়ান্ত অমিল-
টাকা পয়সা নিয়ে ঝামেলা- এখন বেশিরভাগই দুজনে রোজগার করেন। কিন্তু খরচ করার মানসিকতা সবার সমান নয়। কারোর কম। কারোর বেশি। এবার সেখানে গরমিল হলেই অশান্তি শুরু হয়ে যায়। একজন সব সময় খরচ করে যাবেন এরকমটা কিন্তু হয় না।
ছুটির দিন এক একজন একএক ভাবে কাটাতে চান– ছুটির দিন যে কোনও প্রেমিক-প্রেমিকা সাধারণত একসঙ্গেই কাটাতে চান। কারণ অন্যান্য দিন কাজের চাপে তাঁদের মধ্যে দেখা হওয়ার সুযোগ কম থাকে। এবার একজন যদি নিবারের সন্ধ্যায় বাড়ি বসে রবীন্দ্র সংগীত শুনতে চান আর অন্যজন পাবে যেতে চান তাহলে তো অশান্তি হবেই।
সেক্স নিয়ে অশান্তি- সম্পর্ক হোক বা দাম্পত্য টিকিয়ে রাখার জন্য যৌনতা অবশ্যই প্রয়োজন। আপনার যখন সময় থাকে, যখন দুজনের দেখা হয় তখন আপনি যৌনতা চাইতেই পারেন। কিন্তু সেই মুহূর্তে দেখলেন সঙ্গী চাইছেন না। শুধু তাই নয় অনেকেই যৌনতায় তৃপ্ত হন না। যা সম্পর্কে ভাঙনের ক্ষেত্রে যথেষ্ঠ।
এক একজনের ইমোশন এক একরকম- একজন অল্পেই আবেগ প্রবণ হয়ে পড়েন। রোম্যান্টিকতায় ভাসতে পছন্দ করেন। কিন্তু অন্যজন একেবারেই উলটো। আবেগ, রোম্যান্টিকতা কোনও কিছুরই ধার ধারেন না। এমন ভাবে কি আর ভালোবাসা যায়!
কোনও ভাবেই মতের মিল হয় না- কোনও কিছুতেই দুজনের মতের মিল হয় না। একজন ডাইনে গেলে অন্যজন বাঁয়ে। শেষপর্যন্ত একজনকে নতিস্বীকার করতেই হয়। কখনও আবার এই নিয়ে দুজনের মধ্যে প্রবল ঝামেলাও হয়। মতের মিল একেবারেই না হলে সম্পর্ক টানা দায়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-05 15:28:02
Source link
Leave a Reply