সৌন্দর্য সচেতন মানুষ তাদের ফ্যাশনে চিত্রাঙ্কনকে নানাভাবে যুক্ত করতে পছন্দ করে। সে ধারায় বাদ যায় না হাত পায়ের নখ। রঙিন পালিশের ছোঁয়া নখের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ। তবে এ ধারাও একঘেয়ে হয়ে গেছে ফ্যাশন সচেতন মেয়েদের কাছে। নতুনভাবে নখের সৌন্দর্যে মুগ্ধতা বাড়াতে থাকছে দারুণ প্রয়াস।
ফ্যাশনপ্রিয় মেয়েদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে নখের অলঙ্করণ। গাঢ় বেজ নেইল পলিশের ওপর হালকা রঙের নকশা অথবা হালকা বেইজ নেইল পলিশের ওপর গাঢ় রঙের নানা নজরকাড়া নকশা দিয়ে নখকে অনন্য করে তুলছে মেয়েরা। উপাদান হিসেবে কখনও যোগ হয়েছে অ্যাক্রেলিক গ্লিটার, মেটালিক গ্লিটার। ট্রি-ডি নেইল আর্টে যোগ হচ্ছে ফুলেল মোটিভ, পার্ল, ক্রিস্টাল, কার্টুন চরিত্র এবং বাদ যাচ্ছে না স্টোন। ভালো বিউটি শপে খোঁজ করে ট্রি-ডি নেইল আর্ট সেট পাওয়া যায়। আর্ট করা কৃত্রিম নখ কিনে আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে। এক্ষেত্রে আর্ট করার ঝামেলা থাকে না এবং একই নেইল সেট অনেকবার ব্যবহার করা যায়।
বাড়িতে নিজেরা নকশা করতে না পারলে এ ব্যাপারে বিউটি সেলুনের সাহায্য নেয়া যেতে পারে। বিউটি সেলুনগুলো নখকে আরও বৈচিত্র্যময় সুন্দর অবয়ব দিতে সক্ষম। মেয়েরা ঈদ উৎসবে পুরো হাত মেহেদিতে সাজানোর পাশাপাশি পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নখ অলঙ্করণ করে নিতে পারেন। পোশাকের ডিজাইনের ওপর ভিত্তি করেও এসব ডিজাইন করা যেতে পারে। ভিন্ন সাজে সবার মধ্যে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে এ এক অনন্য উপায়। নেইল আর্ট সবার মধ্যে আপনাকে অনন্য করে তুলবে নিশ্চিত করে বলা যায়। আর্ট করা ফ্যাশনেবল নখের সেট বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, স্টার্ন প্লাজাসহ বড় শপিংমলে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন পছন্দের সেট।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-05 10:52:57
Source link
Leave a Reply