বর্ষায় ছাদের জমা জল থেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। যার মধ্যে শ্বাসকষ্ট থেকে অ্যালার্জির মতো অসুখের আশঙ্কা থাকে। এই কারণেই যত দ্রুত সম্ভব ছাদকে ওয়াটারপ্রুফ করে তোলা জরুরি।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির গুরুত্ব এক অন্য উচ্চতায় পৌঁছেছে। এই কারণেই Asian Paints নিয়ে এসেছে Damp Proof এবং Damp Proof Ultra-র মতো সমাধান। SmartCare রেঞ্জের এই প্রোডাক্টগুলি তৈরি করা হয়েছে আপনার বাড়ির ছাদ ও টেরেসকে ওয়াটারপ্রুফ করার কথা মাথায় রেখেই। Damp Proof এবং Damp Proof Ultra-র ঘন ও টেকসই উপায়ে আপনার ছাদের জন্য সেরা ওয়াটারপ্রুফিংয়ের ব্যবস্থা করে। ভারী বর্ষাতেও ছাদকে সেরা সুরক্ষা দেয় এই ব্যবস্থা।
Damp Proof এবং Damp Proof Ultra-তে যথাক্রমে 8 ও 10 বছরের ওয়ারেন্টি রয়েছে। শুধু ছাদ বা দেওয়ালের সুরক্ষাই নয়, পাশাপাশি ঘরের তাপমাত্রাকে 10-12 ডিগ্রি কমাতেও সাহায্য করে Asian Paints এর প্রোডাক্ট।
ন্যূনতম সময় ও শ্রম করেই বাড়ির সুস্বাস্থ্যের জন্য এই দুই প্রোডাক্টকে বেছে নেওয়া যায়। অ্যাক্রিলিক রসায়নের ব্যবহারের কারণে দুই প্রোডাক্টই অত্যধিক তাপমাত্রা শুষে নেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও জল নিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য এতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবারও।
কোনও বাড়ির জন্য ছাদই সবচেয়ে গুরুত্বের। বাড়ির এই উন্মুক্ত অংশ প্রতি মুহূর্তেই প্রকৃতির রোদ, জল, ঝড়ের সঙ্গে লড়াই করছে। এর ফলে তার অনেক ক্ষতিও হয়। ক্ষতিগ্রস্ত ছাদ সম্পূর্ণ মেরামত বা ছাদের ফাটল বা লিক মেরামতের তুলনায় এই সমাধান অনেক বেশি ব্যয়সাধ্য।
তাই আজই নিজের বাড়ির সুস্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্ত নিন এবং ওয়াটারপ্রুফ করিয়ে নিয়ে নিরাপত্তার আরও এক স্তর যোগ করুন। এই সমাধানই আপনার বর্ষাকে উপভোগ করার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
আরও তথ্যের জন্য অবশ্যই ক্লিক করুন এখানে।
Disclaimer: This article has been produced on behalf of Asian Paints by Times Internet’s Spotlight team.
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-29 15:38:32
Source link
Leave a Reply