১. খিচুড়িতে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের সমতা সঠিকভাবে রক্ষা করে। এজন্যেই পরিপূর্ণ আহার বলা হয়। খিচুড়িতে যেহেতু ডাল থাকে, তাই এই ডালে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। কম খরচে অত্যন্ত ভালো মানের খাবার বলেতে এককথায় খিচুড়ি।
২. যাঁদের গ্লুটেন হজম হয় না তাঁরা নির্দ্বিধায় এই খিচুড়ি খেতে পারেন।
৩. শরীরের দুর্বলতা কাটাতে খিচুড়ি অত্যন্ত উপকারী।
৪. ডায়রিয়া, বমি, জন্ডিস, জ্বরের সময় পাতলা খিচুড়ি খেলে দুর্বলতা অনেকটাই কেটে যায়।
৫. এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৬. যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁরাও খিচুড়ি খেতে পারেন নির্ভয়ে। খিচুড়ি সহজপাচ্য বলে শিশু ও বৃদ্ধ সবাই খিচুড়ি খেয়ে উপকার পাবেন।
৭. অনেকেরই গ্যাসের সমস্যা থাকার জন্যে ডাল খেলেও পেটে গ্যাস হয়ে যায়। এর জন্য ডাল আগে ভালোভাবে সিদ্ধ করে নিন। আয়ুর্বেদ মতে বায়ু, পিত্ত ও কফ-কে নিয়ন্ত্রণে রাখে খিচুড়ি৷ আয়ুর্বেদশাস্ত্রে খিচুড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ৷ শরীরকে শীতল রাখার পাশাপাশি এই খাবার টক্সিন দূর করে৷
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-01 14:36:21
Source link
Leave a Reply