নিজেকে সুন্দর দেখাতেই মেকআপের অবতারণা। মেকআপের শুরুটা হয়েছিল মিশরীয়দের হাত ধরে। রাজকীয় নারীরা নিজেদের আলাদা দেখাতে ব্যবহার করতেন নানা রকম রঙ। যুগে যুগে মেকআপের ধরন বদলেছে। বদলেছে মেকআপের উপাদান, স্টাইল ও ট্রেন্ড। সেই সাথে যোগ হয়েছে মেকআপ করার কলা-কৌশল সম্পর্কে কিছু ভুল ধারণা। জেনে নিন সেই ভুল ধারণাগুলো এবং সঠিক কৌশল।
ফাউন্ডেশন
ভুল ধারণা: ফাউন্ডেশনের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়।
প্রকৃত সত্য: ত্বক শুষ্ক প্রকৃতির হলে তবেই ফাউন্ডেশন লাগানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। স্বাভাবিক ও তৈলাক্ত ত্বকে প্রথমে অ্যাসট্রিনজেন্ট লোশন বা স্কিন টনিক লাগান। তারপর কয়েক মিনিট অপেক্ষা করে ফাউন্ডেশন লাগান।
ভুল ধারণা: নর্মাল স্কিন কালারের চেয়ে হালকা ফাউন্ডেশন ব্যবহার করলে ফর্সা দেখায়।
প্রকৃত সত্য: নর্মাল স্কিন কালারের চেয়ে হালকা নয় বরং স্কিন কালারের কাছাকাছি ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে সহজে ত্বকের সাথে ফাউন্ডেশন মিশে যাবে। ত্বক উজ্জ্বল রাখার জন্য ব্রোঞ্জার বা ব্লাশ ব্যবহার করুন।
কনসিলার
ভুল ধারণা: কনসিলার পুরোপুরিভাবে ত্বকের দাগ দূর করে।
প্রকৃত সত্য: কনসিলার কালো দাগ বা ছোপ হালকা করতে সাহায্য করে। দাগ ঢেকে রাখার জন্য ফাউন্ডেশন ভালো কাজ করে। এক শেড হালকা ফাউন্ডেশন নিয়ে দাগের ওপর লাগান। সারা মুখে লাগানোর দরকার নেই, শুধু দাগের ওপর লাগান। কয়েক মিনিট অপেক্ষা করার পর নর্মাল ফাউন্ডেশন লাগান।
পাউডার
ভুল ধারণা: গরমের সময় তেলতেল ভাব কমাতে প্রচুর পরিমাণে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হয়।
প্রকৃত সত্য: কমপ্যাক্ট পাউডার তেলভাব কম রাখে। তবে অল্প পরিমাণে ব্যবহার করুন। অতিরিক্ত পাউডার তুলো দিয়ে ঝেড়ে ফেলুন। অতিরিক্ত পাউডার লাগালে ত্বক ঘেমে যেতে পারে। ঘামের ওপর পাউডার জমে সাদা সাদা দেখাবে।
ভুল ধারণা: গরমে ত্বকের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার বা বেবি পাউডার ভালো।
প্রকৃত সত্য: ট্রান্সলুসেন্ট পাউডার সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত নয়। এর পরিবর্তে টিন্টেড পাউডার ব্যবহার করুন। ব্রোঞ্জিং পাউডারও ব্যবহার করতে পারেন।
চোখের মেকআপ
ভুল ধারণা: আইলিডে ফাউন্ডেশন লাগালে মেকআপ বেশিক্ষণ থাকে।
প্রকৃত সত্য: চোখের উপরের পাতার অংশ পাতলা ও নরম হয়। ফাউন্ডেশন ব্যবহার করলের চোখের পাতার উপরে অংশের ত্বকে ভাঁজ পড়তে পারে।
ভুল ধারণা: চোখ বড় দেখানোর জন্য চোখের ভেতরের কোণার অংশ থেকে আইলাইনার লাগাতে হয়।
প্রকৃত সত্য: আইলাইনার চোখের ভেতরের কোণার অংশ থেকে লাগাবেন না। ইনফেকশন হতে পারে। চোখের পাতার ওপরের অংশে ও নিচের পাতার অংশে আইলাইনার লাগান। এতে চোখও ভালো থাকবে, বড়ও দেখাবে।
ঠোঁটের মেকআপ
ভুল ধারণা: গরমের সময় প্যাস্টেল বা হালকা লিপস্টিক ব্যবহার করা উচিত।
প্রকৃত সত্য: প্যাস্টেল শেডের লিপস্টিক গরমের সময় ন্যাচারাল ইফেক্ট তৈরি করে ঠিকই, তবে উজ্জ্বল রঙও ভালো লাগে। গায়ের রঙ চাপা হলে উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন।
ভুল ধারণা: ন্যাচারাল লিপ লাইনের বাইরে আউটলাইন করলে ঠোঁট বড় দেখায়।
প্রকৃত সত্য: ন্যাচারাল লিপলাইনের বাইরে আউটলাইন করার জন্য এক্সপার্ট মেকআপ আর্টিস্টের সাহায্য প্রয়োজন। ঠোঁট বড় বা ফোলা দেখাতে চাইলে হালকা ও গ্লসি লিপ কালার ব্যবহার করুন। শুধু লিপ গ্লসও ব্যবহার করতে পারেন। ঠোঁট পাতলা হলে ডার্ক কালার এড়িয়ে চলুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-01 10:25:19
Source link
Leave a Reply