হাইলাইটস
- ৪৯ বছর বয়সে মৃত্যু হল পরিচালক-প্রযোজক রাজ কৌশল চট্টোপাধ্যায়ের।
- বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
- হৃদরোগ হিসাবে Heart Attack ও Cardiac Arrest হিসাবে দুটি রোগের নাম প্রায়শই শোনা যায়।
- অনেকে প্রায়শই এই দু’টি রোগ গুলিয়ে ফেলে একটি রোগই ভাবেন। কিন্তু এই দুটি রোগ একেবারেই আলাদা। এদের উপসর্গও ভিন্ন ভিন্ন।
হার্ট অ্যাটাক কী?
অনেক সময় Heart Attack হলেও ঠিক ভাবে বোঝা যায় না। তার আগেই হয়ে যায় ব্যাপক ক্ষতি। কোনও কোনও সময় কোনও রকমের যন্ত্রণা ছাড়াও হানা দেয় হার্ট অ্যাটাক। চিকিৎসকদের মতে, করোনারি ধমনির মধ্যে যদি ব্লক তৈরি হয়, তখনই Heart Attack হয়। এই ধমনিগুলোর মধ্য দিয়ে রক্ত কার্ডিয়াক পেশি পর্যন্ত প্রবাহিত হয়। যেহেতু হৃৎপিণ্ড একধরনের পেশি, সুতরাং তার কাজের জন্য প্রয়োজন হয় অক্সিজেনপূর্ণ রক্ত। যখন করোনারি ধমনিতে ব্লকেজ তৈরি হয়, হৃৎপিণ্ডে প্রয়োজনীয় রক্ত আসা বন্ধ হয়ে যায় তখনই Heart Attack হয়।
কার্ডিয়াক অ্যারেস্ট কী?
Cardiac Arrest হলে হৃদস্পন্দন থেমে যায়। কিন্তু, হার্ট অ্যাটাক হলে স্পন্দন থামে না। এমন কি হৃত্পিণ্ডে রক্ত সংবহন বন্ধ হয়ে গেলেও স্পন্দন চলতেই থাকে।
কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য
Cardiac Arrest-র কারণ হার্ট অ্যাটাক হতে পারে৷ যদিও এই দু’টির মধ্যে পার্থক্য রয়েছে৷ হার্ট অ্যাটাক হল আচমকা হৃদপিন্ডেরর কোনও মাংসপেশী রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়৷ এর ফলে হার্টে ক্ষতি হলেও এই পরিস্থিতিতে দেহের অন্য অংশে রক্ত সঞ্চার হয় স্বাভাবিকভাবে।
আর কার্ডিয়াক অ্যারেস্ট হল হঠাৎই রক্ত সঞ্চার বন্ধ হয়ে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়৷ এই কারণে ওই ব্যক্তি কোমায় চলে যায়৷ যাঁর Heart Attack হয় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ Cardiac Arrest ও Heart Attack দু’টি ক্ষেত্রেই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা উচিত৷
হার্ট অ্যাটাকের কারণ
১. অতিরিক্ত ওজন
২. এই রোগের পারিবারিক ইতিহাস
৩. উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার
৪. ডায়াবিটিস
৫. বেশি সময় ধরে বসে থেকে কাজের অভ্যাস
কার্ডিয়াক অ্যারেস্টের কারণ
১. উদ্দীপনা সৃষ্টিকারী ওষুধ ব্যবহার
২. হৃদ্রোগের ওষুধ সেবন
৩. কোনও কারণে হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হওয়া
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-30 19:31:33
Source link
Leave a Reply