আপনি কি বছরের পর বছর ধরে কন্ট্যাক্ট লেন্স পরছেন? কিংবা চশমাকে পুরোপুরি বিদায় জানিয়েছেন? কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরে মেকআপ করা, বিশেষত ঠিকঠাকমতো চোখের মেকআপ করতে গেল মাঝেমধ্যে অনেকেরই বিরক্তি লাগে৷তবে মেকআপের কিছু খুঁটিনাটি নিয়ম মেনে চললে লেন্সও থাকবে সুরক্ষিত আর আপনিও মেকআপ করতে পারবেন প্রাণভরে৷
১) হাত ও মেকআপের সামগ্রী পরিষ্কার রাখুন- চোখের মতো সংবেদনশীল জায়গায় যখনই আপনি হাত ছোঁওয়াবেন, আপনার হাত যেন পরিষ্কার থাকে৷মেকআপ ব্রাশ ও মেকআপ কিটও যেন আগের বার ব্যবহারের পর পরিষ্কার থাকে৷কারওর ব্যবহার করা জিনিস ব্যবহার করবেন না এক্ষেত্রে৷আর পরিচ্ছন্ন হাই কোয়ালিটির মেকআপ ব্যবহারের ফলে আপনার চোখ আগের থেকে স্বাভাবিকভাবেই আরও উজ্জ্বল দেখাবে৷
২) লেন্স আগে লাগান- কন্ট্যাক্ট লেন্স পরার সবচেয়ে বড় সুবিধে মেকআপের সময়ই আপনি এটা লাগাতে পারবেন৷ তবে পরে নিন একেবারে শুরুতেই৷এমনকী মুখে কোনও মেকআপ লাগানোর আগেই৷ এতে আপনি দেখতে পাবেন ভালো করে আর চোখে সংক্রমণেরও সম্ভাবনা থাকবে না৷
৩) ওয়াটারপ্রুফ মেকআপ- অয়েল বেসড মাসকারা কখনও কন্ট্যাক্ট লেন্সের সঙ্গে লাগে না৷তাই মেকআপ কিটেএই ধরনের প্রোডাক্টকেই প্রাধান্য দেওয়া উচিত৷এবং তা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে৷যেসব মাসকরারা তৈরিতে ফাইবার ব্যবহার হয় সেগুলো একদমই লাগাবেন না৷ চোখ আর লেন্স দুটোর ক্ষতিই তাহলে অবশ্যম্ভাবী৷
৪) ক্রিম আইশ্যাডো- কন্ট্যাক্ট লেন্স পরছেন বলে আইশ্যাডো পরা ছেড়ে দিতে হবে, এতটাও নয়৷ক্রিমবেসড পাউডার শেডের আপনার পছন্দের আইশ্যাডোটি লাগালে অসুবিধে নেই৷তবে কীভাবে ক্রিমি আইশ্যাডো স্মার্জ করে লাগাবেন, তা আপনাকে শুরুতেই ভালো করে রপ্ত করে নিতে হবে৷
৫)আইলাইনারে সাবধান- আইলাইনার পরার অভ্যেস থাকলে সেক্ষেত্রে একটু ছাড়তে হবে৷আপার লীডে লাইনার লাগালেও লোয়ার বা ইনার লীডে কখনওই আই লাইনার লাগাবেন না যদি আপনি নিয়মিত লেন্স পরেন৷ সংক্রমণ হতে পারে৷
৬) হাইপোঅ্যালার্জেনিক কসমেট্কিস- চোখের মেকআপ কেনার সময় এই ধরনের মেকআপ বাছুন৷ একটু দাম বেশি হলেও সুরক্ষিত থাকবে আপনার চোখ৷আর আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে এই মেকআপের বাইরে যাবেন না৷
৭)প্রেসড পাউডার- অনেকেই মেকআপ করার পর অতিরিক্ত তেল শোষণের জ্যন পাউডারের গুঁড়ো লাগিয়ে নেন৷ তবে গুঁড়ো পাউডারের বদলে এক্ষেত্রে ব্যবহার করুন প্রেসড পাউডার৷চোখে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না৷
৮) ধোওয়ার সময়- চোখ-মুখের মেকআপ তোলার সময় খুব আস্তে তুলুন৷ আর সবার আগে আরও একবার হাত ভালো করে ধুয়ে নিন৷মেকআপ রিম্যুভারে যেন কোনও সুগন্ধী মেশানো না থাকে, তাহলে তা চোখের পক্ষে ক্ষতিকর৷ তবে মেকআপ তোলার আগে সবার আগে লেন্স খুলে পরিষ্কার করে রাখুন৷
৯) যদি সম্ভব হয় তাহলে ডিজপোজেবল লেন্স ব্যবহার করুন৷
১০) বিকল্প রাখুন- নিয়মিত লেন্স পরার অভ্যেস থাকলেও চশমা রাখুন হাতের কাছে৷ কেননা মেকআপ করার সময় যদি চোখে ঢুকে যায়, তাহলে লেন্স খুলে তক্ষুণি চশমা পরুন৷ আর যতক্ষণ না চুলকানি বা চোখের অস্বস্তির ভাব কাটছে, ততক্ষণ চোখে লেন্স পরা বা মেকআপ না করাই উচিত৷
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-06-30 13:55:22
Source link
Leave a Reply