হাইলাইটস
- একে অন্যের পছন্দ বুঝতে চেষ্টা করুন।
- যতই এতদিন একে অপরকে চিনে আসুন না কেন
- একসঙ্গে না থাকতে শুরু করলে কিছুতেই একে অপরকে ভালো করে চেনা যায় না
কারণ বিয়ের আগে দুজনেই একসঙ্গে লিছুদিন লিভ ইন করতে চায়। আর তার জন্য সবচেয়ে আগে দুজনকেই এক জায়গায় চাকরি নিয়ে আসতে হবে। এসবের জন্য সময় তো লাগবেই। যেহেতু দুজনেই বহুদিন ধরে বাইরে আছে তাই একে অন্যের সঙ্গে কতটা মানিয়ে নিয়ে থাকতে পারবে সেই নিয়ে ওদের একটু সন্দেহ আছে। বিয়ের পর একে অন্যের থেকে দূরে থাকতেও ওরা চাইছে না। সব মিলিয়ে বাড়ির লোককে বুঝিয়ে শুরু হল ওদের নতুন অ্যাডভেঞ্চার। আরাত্রিকা যে শহরে থাকে সেখানে নতুন চাকরি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা শুরু করেছে সায়ক। আপনারাও কি এমন একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন? তার আগে অবশ্য কিছু বিষয় ভালো করে ভেবে নিন। অনেক কাপলই আজকাল বিয়ের আগে একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। সেখান থেকে ইতিবাচক কিছু আভাষ পেলে তারপরই তাঁরা এগোন ভবিষ্যতের পথে।
*সম্পর্কের শুরুতেই মাথায় রাখুন অ্যাডজাস্টমেন্টের বিষয়টি। ছেলে-মেয়ের কাজ আলাদা বলে এখন আর কিছুই হয় না। সবাইকে সব কাজ করতেই হয়। শুধু সংসারের খরচ অর্ধেক করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই সঙ্গে বাড়ির অনেক কাজেও কিন্তু হাত লাগাতে হয়। সব কাজ দুজনে মিলে ভাগ করে নিন।
*একে অন্যের পছন্দ বুঝতে চেষ্টা করুন। যতই এতদিন একে অপরকে চিনে আসুন না কেন একসঙ্গে না থাকতে শুরু করলে কিছুতেই একে অপরকে ভালো করে চেনা যায় না। সেই সঙ্গে যাতে বোঝাপড়া ভালো হয় সেদিকেও নজর দিতে হবে।
*একে অপরকে সময় দিন। সব সময় নিজের কাজ নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন না। সঙ্গীর কী কী প্রয়োজন সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। ভুল ধরবন না প্রতি পদে। কিন্তু কোনও কিছু খারাপ লাগলে অবশ্যই বলবেন। চেপে রাখবেন না। এতে কিন্তু সমস্যা জটিল হয়।
*সম্পর্কে দুজনে খুশি আছেন তো? জোর করে থাকতে হচ্ছে এমন নয় তো? এই প্রশ্নগুলো নিজেদের করুন। সম্পর্ক শক্তপোক্ত হওয়া দরকার। যে কোনও সমস্যায় একে অপরের পাশে থাকুন। ভরসা দিন। বিয়ে করছেন না বলেই যে এই সব দায়িত্ব এড়িয়ে যাবেন এমন কিন্তু নয়। সেই সঙ্গে দুজনের বাড়ির লোকেরও খেয়াল রাখুন।
*লিভ টুগেদার শুরু করার আগেই টাকা পয়সার ব্যাপারে কথা বলে নিন। কে কোথায় খরচ করবেন কে কোন খাতে কত টাকা দেবেন এসব ঠিক করে নিন। এছাড়াও একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন। যেখানে মাসে দুজনেই কিছুটা টাকা জমা রাখবেন। সংসার খরচ, ইলেকট্রিক বিল, ইন্টারনেট সেখান থেকেই সবটা নেবেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-29 17:41:09
Source link
Leave a Reply