নিজস্ব প্রতিবেদন: দেশের প্রতিটি নাগরিককে নিজের আধার কার্ডের ( Aadhar Card) সঙ্গে PAN নম্বর যুক্ত করতে হবে, কেন্দ্রীয় সরকারের তরফে বাধ্যতামূলক এই কাজ। দেশের অর্থনৈতিক লেনদেন সুরক্ষিত রাখতেই এই নির্দেশ জারি হয়েছে। জুন মাসের ৩০ তারিখ অবধি থাকবে এই সময়সীমা। অতএব নিজের প্যান এবং আধার লিঙ্ক করুন অবিলম্বে।
সংযুক্তিকরণ না হলে, কার্যত অকেজো হয়ে যাবে PAN কার্ড, এমনটাই জানিয়েছে আয়কর দফতর। আপনার প্যান আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তাও এবার জানা যাবে অনলাইনে।
আরও পড়ুন, রেকর্ড দাম থেকে ৯০০০ টাকা পতন, মূল্যবৃদ্ধির সময়ে সোনায় বিনিয়োগে লাভই লাভ!
* প্রথমে www.incometax.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
* ওয়েবসাইটের পাতায় ‘Our Services’এ লিংক আধারের অপশন দেওয়া থাকবে।
* সেই অপশনের তলায় ‘Link Aadhaar Know About your Aadhaar PAN linking Status’ অপশনে ক্লিক করতে হবে।
* সেখান থেকে একটি নতুন উইন্ডো আসবে, যেখানে নিজের Aadhar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি প্রদান করতে হবে।
* সমস্ত নথি জমা দেওয়ার পর ‘View Link Aadhar Status’ অপশনে ক্লিক করতে হবে।
* এবার Aadhar-Pan সংযুক্ত হয়েছে কিনা তা দেখা যাবে।
এখনও প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত না করা হলে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ এই দুই নম্বরে SMS পাঠিয়ে সংযুক্ত PAN ও Aadhar সংযোগ করা যেতে পারে।
Zee24Ghanta: Lifestyle News
2021-06-29 18:39:23
Source link
Leave a Reply