হাইলাইটস
- প্রাচীন কাল থেকে সংস্কৃতেই পাঠ করা হয় বিয়ের মন্ত্র।
- এই মন্ত্রের মধ্যে বলা থাকে অনেক কিছু।
- অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন দুজনে
হিন্দুশাস্ত্রমতে বিয়ের প্রতিটি মন্ত্রের নির্দিষ্টি মানে আছে। যেমন স্বামী স্ত্রী-র যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন, স্ত্রী নিষ্ঠার সঙ্গে সংসারের প্রতিটি দায়ভার সামলাবেন, ইত্যাদি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনাচিন্তা, আচারবিচার সবই বদলেছে। পালটেছে বিয়ের সামগ্রিক ছবি। বাঙালি বিয়েতেও আজকাল মেহেন্দি, সংগীত মিশে গিয়েছে গায়ে হলুদ আইবুড়োভাতের সঙ্গে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে হল মেগা ইভেন্ট। তাই এমন উৎসবে যখন গা ভাসাচ্ছেন তখন দুজনে মিলে একসঙ্গে বলে ফেলুন এই কয়েকটি শপথ বাক্য। তা আইনি মতে বিয়ে হোক কিংবা ঢাক ঢোল বাজিয়ে আত্মীয় সমাগমে বিয়ে হোক নিজেদের জন্যই এই কয়েকটি কথা অবশ্যই একে অপরকে বলুন।
যাবতীয় দায়িত্ব একসঙ্গে ভাগ করে নিন- স্বামী-স্ত্রী উভয়েই এখন কর্মরত। এছাড়াও কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতে থাকতে কাজকর্মে সকলেই অভ্যস্ত। তাই মেয়েরা একাই বাড়ির সব কাজ করবে সে সব এখন অতীত। বাড়ির কাজ দুজনকে মিলেই সামলাতে হবে। ছেলে বলে বাসন মাজব না কিংবা ঘর মুছবো না এসব বললে চলবে না। সংসারটা দুজনের। আর তাই দুজনে মিলে ঠিক করে নিন কে কোন দায়িত্বটা নেবেন। একসঙ্গে কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি হবে।
একে অপরকে স্পেস দিন- সবাই এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে নতুন সংসারের চাপ- ফলে মাঝেমধ্যে হতাশা আসা স্বাভাবিক। তাই সব সময় নিজেরা দুজনে না থেকে বন্ধুদের সঙ্গেও মজা করুন। যে কোনও আড্ডায় দুজনকে যে একসঙ্গে যেতেই হবে এমন কিন্তু নয়। বরং যে যার বন্ধুর সঙ্গে বেরোন। হাউস পার্টি করুন। একা শপিংয়েও যেতে পারেন। কিংবা পছন্দের সিনেমাও দেখতে পারেন যে যার মতো।
একে অন্যের পছন্দকে গুরুত্ব দিন- সবার পছন্দ একরকম হয় না। সবার পছন্দ সমানও নয়। কিন্তু সঙ্গীর পছন্দকে তাই বলে অবহেলা করবেন এমন কিন্তু নয়। তাঁর পছন্দকে গুরুত্ব দিন। কখনও পছন্দের কাজটা দুজনে একসঙ্গে মিলেও করতে পারেন। তা হতে পারে সমাজসেবা কিংবা রান্না। কিংবা ব্যাগগুছিয়ে একসঙ্গে বেড়িয়ে পড়ুন রোড ট্রিপে। কফি ভালো না বাসলেও অন্যজনকে সঙ্গ দিতে যেতে পারেন কোনও কফিশপে।
সমালোচনা নয়- বাড়ির লোকের সামনে কিংবা আত্মীয়-বন্ধুদের সামনে একে অন্যকে নিয়ে সমালোচনা নয়। খুঁত ধরে বাছ বিচারও নয়। ঠিক ভুল তো সবার মধ্যেই থাকে। সবাই যে একদম পারফেক্ট হবে তাও নয়। বরং ভুলের মধ্যে দিয়েই মানুষ শেখে। তাই সমালোচনা এড়িয়ে একে অপরের পাশে থাকুন। বরং আপনার সামনে কেউ সঙ্গীকে অপমান করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। একে অন্যকে ভালোবাসুন। লোকের কথায় যত কম কান দেবেন ততই ভালো।
যে কোনও সিদ্ধান্ত একসঙ্গে নিন- বিয়ের পর আমি কিংবা আমার বলে কিছু থাকে না। বরং সবটা আমাদের বলে ভাবুন। আর তাই দুজনে একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিন। কারণ এক্ষেত্রে দুজনের মতামত টাও কিন্তু গুরুত্বপূর্ণ। কোথায় কতটা টাকা খরচ করবেন, কীভাবে সঞ্চয় করবেন, সংসা খরচ এই সব কিছু নিয়ে দুজনে একসঙ্গে আলোচনা করুন। এতে আরও বেশি মজবুত হবে আপনাদের বন্ধন। সেই সঙ্গে দাম্পত্য জীবনে ইতিবাচকতাও থাকবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-29 17:18:49
Source link
Leave a Reply