ঝকঝকে সাদা দাঁত হাসির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয়। অতিরিক্ত চা কফি খাওয়া, ধূমপানের কারণে দাঁত লালচে বা হলদে হয়ে যেতে পারে। এমন দাঁত শুধু দেখতেই অসুন্দর নয়, তা ব্যক্তিত্বকেও ক্ষতিগ্রস্ত করে।
ভাবছেন ঝকঝকে সাদা দাঁত আর ফিরবে না! অথবা এজন্য খরচ করতে হবে মোটা অংকের টাকা! বিষয়টি আসলে মোটেও সেরকম নয়। বাসায় বসে খুব সহজেই দাঁত সাদা ঝকঝকে করা সম্ভব। আর এজন্য দরকার হবে তাজা লেবু।
প্রথমে একটি লেবুর রস চিপে নিন। তার সাথে মিশিয়ে নিন একটু পানি। দাঁত ব্রাশ করার পর লেবুর রস মেশানো পানি দাঁতে আঙ্গুল দিয়ে ঘষে লাগিয়ে নিন। তারপর কুলি করে ফেলুন। দিনে দুই বার করে নিয়মিত এই কাজ করলে কয়েক দিনের মধ্যেই দাঁত হয়ে যাবে ঝকঝকে সাদা।
লেবুর খোসাও কিন্তু ফেলনা নয়। দাঁত ঝকঝকে করতে লেবুর খোসাও উপকারী। লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। তারপর পানির সাথে সেই গুঁড়ো মিশিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। আর সেই মিশ্রণ দিনে একবার দাঁতে ঘষুন।
তবে এসময় কুলি করার জন্য কখনোই গরম পানি ব্যবহার করবেন না। তাতে উল্টো ফল হতে পারে। সব সময় লেবু দিয়ে দাঁত পরিষ্কারের পর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে কুলি করুন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-06-28 19:32:58
Source link
Leave a Reply