নিজস্ব প্রতিবদন: ডেল্টা প্লাস ভেরিয়েন্ট কতটা সংক্রামক তা এখনও প্রমাণিত নয়। সেই উদ্বেগের মাঝে বিগত বেশ কিছু দিন ধরে করোনা আক্রান্ত ৫০ হাজারের কাছাকাছি রয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জন (Daily Corona Cases)। যা গতকাল ছিল ৫০ হাজার ৪০ জন (India reports #COVID19 cases)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রবিবারের রিপোর্ট মোতাবেক দৈনিক সুস্থ হয়েছে ৯৬.৮০% (Recovered)। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৫ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন।
আরও পড়ুন: যে রাস্তায় লেবু জল বিক্রি করতেন, আজ সেই রাস্তা দিয়ে ছুটে যায় অ্যানির লাল বাতির গাড়ি
India reports 46,148 new #COVID19 cases, 58,578 recoveries and 979 deaths in the last 24 hours as per the Union Health Ministry
Total cases: 3,02,79,331
Total recoveries: 2,93,09,607
Active cases: 5,72,994
Death toll: 3,96,730Recovery rate: 96.80% pic.twitter.com/po62eUmMhC
— ANI (@ANI) June 28, 2021
আরও পড়ুন: পুজোর আগে আসবে না থার্ড ওয়েভ, এখনও হাতে ৬-৮ মাস, জানাল ICMR
গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ৯৭৯ জনের। মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ০২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৩ লক্ষ ০৯ হাজার ৬০৭ জন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-28 10:24:20
Source link
Leave a Reply