হাইলাইটস
- করোনার দ্বিতীয় ঢেউয়ে ধাক্কায় বেসামাল দেশ। এরই মধ্যে তৈরি হয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা।
- চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্ট।
- গত ১১ জুন ডেল্টা প্লাস প্রজাতির করোনাভাইরাস চিহ্নিত করা হয়।
করোনার নয়া প্রজাতি অন্যান্য প্রজাতির তুলনায় ফুসফুসের কোষের সঙ্গে ডেল্টা প্লাসের (Delta Plus) সংযোগ আরও বেশি। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপের ( NTAGI) করোনা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরা। তবে তিনি এও জানিয়েছেন, ফুসফুসের কোষে বেশি প্রভাব ফেলার অর্থ এই নয় যে ডেল্টা প্লাস (Delta Plus) বেশি গুরুতর অসুস্থ করে দেয় বা আরও বেশি সংক্রামক। তাঁর মতে, এই নয়া ভ্যারিয়েন্ট কতটা ক্ষতি করছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে আক্রান্তদের কেস স্টাডি করে। এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সামনে আসবে নতুন নতুন পর্যবেক্ষণ।
ইতিমধ্যে কোভিডের (Covid) এই নয়া প্রজাতি ডেল্টাকে মারাত্মক বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেল্টা প্রজাতি থেকেই ভাইরাস রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতি। যা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।
NTAGI প্রধানের মতে, যাঁরা করোনা টিকার (Covid Vaccine) একটি বা দু’টি ডোজ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে ডেল্টা প্লাস (Delta Plus) স্বল্প প্রভাব ফেলতে পারে। তিনি জানিয়েছেন, ‘আমাদের কঠোরভাবে পর্যবেক্ষণ চালিয়ে যেতে পারে। সেটির সংক্রমণের (Covid) দিকে নজর রাখতে হবে। যাতে সংক্রমণ সংক্রান্ত তথ্য পাওয়া যায়’। এ ক্ষেত্রে উপসর্গহীনরাও ডেল্টা প্লাসে (Delta Plus) আক্রান্ত হতে পারেন এবং সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে জিনগত নজরদারির ফলে দ্রুত ডেল্টা প্লাসকে (Delta Plus) চিহ্নিত করা গিয়েছে। বিভিন্ন রাজ্যকে এই বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। যেখানে ডেল্টা প্লাস (Delta Plus) আক্রান্তের হদিশ মিলছে। সেখানে করোনা-বিধি আরও কঠোরভাবে কার্যকর করা দরকার। দেশের সেইসব জেলায় টিকাকরণ অবশ্যই বাড়াতে হবে।
উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে, ডেল্টা প্লাস (Delta Plus) মানুষের শরীরে প্রবেশ করে আরও দ্রুত ফুসফুস আক্রমণ করতে পারে। যে কোষগুলি ফুসফুসের চারপাশে ঘিরে রয়েছে, সেগুলিকে দ্রুত ভেঙে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, জানিয়েছেন গবেষকরা।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-28 09:29:32
Source link
Leave a Reply