হাইলাইটস
- ডায়পার তৈরির সময় এতে নানা ধরনের রসায়নিক ব্যবহার করা হয়।
- এর ফলে শিশুর নরম ত্বকে এলার্জির সমস্যা দেখা দিত পারে।
- তাই নরম ও স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি ডায়পার কেনা উচিত।
ডায়পারের কারণে যে ক্ষতি হতে পারে
এলার্জি
ডায়পার তৈরির সময় এতে নানা ধরনের রসায়নিক ব্যবহার করা হয়। এর ফলে শিশুর নরম ত্বকে এলার্জির সমস্যা দেখা দিত পারে। তাই নরম ও স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি ডায়পার কেনা উচিত।
টয়লেট ট্রেনিংয়ে সমস্যা
বাচ্চাদের সব সময় ডায়পার পরিয়ে রাখলে, তারা তাতে প্রস্রাব করায় অভ্যস্ত তো হয়ে পড়েই, এমনকি পায়খানাও ডায়পারেই করার অভ্যাস করে নেয় অনেকে। ডায়পারের অভ্যাস হয়ে গেলে বাচ্চারা মুখে কখনও প্রস্রাব বা পায়খানার জন্য বলবে না। স্কুলে যাওয়া শুরু করলে এ ক্ষেত্রে সেখানে সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে টয়লেট বা পায়খানার জন্য বলতে পারবে না। তাই নিয়মিত ডায়পার পরাতে থাকলে টয়লেট ও পটি ট্রেনিংয়ে সমস্যা দেখা দেয়।
স্কিন র্যাশ
দীর্ঘ সময় পর্যন্ত বাচ্চাদের ডায়পার পরিয়ে রাখলে তাঁদের ত্বকে র্যাশ হয়। এই র্যাশগুলি অত্যন্ত কষ্টকর এবং জ্বালাও করে। ত্বক রুক্ষ হয়ে যাওয়ায় ডায়পারে ঘষা লেগে র্যাশ দেখা দেয়। এমনকি এর ফলে প্রভাবিত অংশ ফুলেও যেতে পারে।
পকেটে টান
ডায়পার পরাতে চাইলে দিনে অন্তত ৮ থেকে ১০ বার তা পাল্টানো উচিত। তবে এর ফলে পকেটে টান পড়তে পারে। কারণ এগুলির দাম বেশি হওয়ায় দিনে ৮ বা ১০টা ডায়পার পাল্টালে বেশি বেশি ডায়পার কিনতে হবে।
ডায়পারের বিকল্প
আগে দিদা-ঠাকুমারা সুতির শাড়ি বা কোনও কাপড় কেটে লঙ্গোট বানাতেন। এগুলি একবার ভিজলেই পাল্টে ফেলা হত, দীর্ঘ সময় পর্যন্ত পরিয়ে রাখার সুযোগ হত না। এর ফলে ত্বক থাকত হাইজিনিক ও র্যাশ মুক্ত। বর্তমানেও এই লঙ্গোটগুলি তার গুরুত্ব হারায়নি। বাড়িতে থাকলে এগুলি পরিয়ে রাখাই যায়। এতে শিশুরা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবে। বর্তমানে কাপড়ের ডায়পারও দোকানে কিনতে পাওয়া যায়। এগুলো আবার পুনর্বব্যবহার যোগ্য। তাই ডায়পারের পরিবর্তে এ ধরণের কাপড়ে লঙ্গোট বা ডায়পার ব্যবহার করলে শিশুরা অনেক স্বচ্ছন্দে থাকতে পারে।
ডায়পার লাইনার
কাপড়ের ডায়পারের ভিতরে এই লাইনার রাখা যায়। এগুলির সুবিধা হল প্রয়োজনে এই লাইনারগুলি পালটে ফেলা যেতে পারে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-26 14:03:33
Source link
Leave a Reply