আমরা রূপচর্চায় মুখের ত্বকের সব চাইতে বেশি যত্ন নিয়ে থাকি। কিন্তু সেই তুলনায় পায়ের যত্ন নিই না একেবারেই। ফলে পায়ের অবস্থা হয়ে যায় অনেক খারাপ। খুব লজ্জায় পড়ে যাই পায়ের দিকে তাকালে। তাছাড়া এই গ্রীষ্মকালে অতিরিক্ত ধূলাবালির কারণে পা একটুতেই অনেক বেশি নোংরা হয়ে পড়ে। অতিরিক্ত রোদে পায়ের ত্বকে কালো কালো দাগ পড়ে যায়। এমতাবস্থায় বারবার পার্লারে না গিয়ে ঘরে বসেই সেরে ফেলতে পারেন পেডিকিউরটি। এর জন্য আপনি যা যা করবেন :
১. পায়ের নেইলপলিশটি রিমোভার দিয়ে তুলে ফেলুন।
২. বাদামি রঙের নখগুলো সুন্দর সাইজ করে কাটুন।
৩. পায়ের রুক্ষ চামড়া নরম করার জন্য ম্যাসেজ ক্রিম দিয়ে তা ম্যাসেজ করুন।
৪. এরপরে হালকা গরম পানিতে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন।
৫. পায়ের চামড়া নরম হয়ে এলে ঝামা পাথর দিয়ে পায়ের পুরোনো চামড়া তুলে ফেলুন এবং হালকা ঘষুন। এতে পায়ে জমে থাকা ময়লা নিমেষেই উঠে যাবে।
৬. পা শুকিয়ে গেলে এতে ময়েসচারাইজার ব্যবহার করুন।
৭. এরপরে পছন্দ মত বিভিন্ন রঙের নেইলপলিশ ব্যবহার করুন।
এই পেডিকিউরটি দীর্ঘস্থায়ী করতে প্রতিদিন রাতে শোবার আগে ময়েসচারাইজার ক্রিম ব্যবহার করুন।
আপনার পা গুলোকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পায়ের নখে যে যে রঙের নেইলপলিশ ব্যবহার করতে পারেন। যেমন :
টকটকে লাল :
আপনি চাইলে আপনার পা কে আকর্ষণীয় করতে টকটকে লাল রঙের নেইলপলিশ ব্যবহার করতে পারেন। এটি আপনার পা কে আরও অনেক বেশি উজ্জ্বল করে তুলবে।
কমলা :
কমলা রঙের নেইল পলিশটি আপনার চঞ্চলতা প্রকাশে সহায়ক। এই রঙটিও আপনার পা দুটোকে বেশ আকর্ষণীয় করে তুলতে পারে।
সাদা ও কালো :
সাদা ও কালো রঙের নেইলপলিশ অনেকেই পছন্দ করে থাকেন। এই দুটি রঙ দিয়ে অনেকে বিভিন্ন ডিজাইনও করে থাকেন। আধুনিকতা প্রকাশে এই দুটি রঙ বেশ সহায়ক।
ওয়াটার কালার :
এই হালকা রঙের নেইলপলিশ দিয়ে অনেকেই আভিজাত্য প্রকাশ করতে চান।
শেওলা কালার :
রুক্ষ ভাব, জটিলতা এই ধরনের অনুভূতি প্রকাশে শেওলা কালারের নেইলপলিশ ব্যবহার করতে পারেন।
বেগুনী :
প্রসিদ্ধতা এবং প্রফুল্লতা বোঝাতে আপনার পায়ের নখে বেগুনী রঙের নেইলপলিশটি ব্যবহার করতে পারেন।
সোনালী :
সোনালী রঙটি দাম্ভিকতা প্রকাশ করে থাকে। আপনি চাইলে আপনার পা দুটোকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে এই রঙটি ব্যবহার করতে পারেন।
হালকা গোলাপী :
গোলাপী রঙটি যেন বয়স অনেকখানিই কমিয়ে দেয়। পা দুটোকে আরও বেশি প্রাণবন্ত আর আকর্ষণীয় করে তুলতে এই রঙের নেইলপলিশটি ব্যবহার করতে পারেন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-06-24 17:43:48
Source link
Leave a Reply