হাইলাইটস
- করোনার (Covid) হাত থেকে বাঁচতে এখন একমাত্র অস্ত্র করোনা ভ্যাকসিন (Covid-19 vaccines)।
- কিন্তু ভ্যাকসিনের (Covid-19 vaccines) পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ভীত অনেকে।
- যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা হল, জ্বর, গা ব্যথা সঙ্গে ক্লান্তি। বমি বমি ভাব।
- ব্যক্তি বিশেষে এই সব উপসর্গ (symptoms) বদলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি লোকের নজরে পড়ছে, তা হল হাতের যেখানে সূচ ফোটানো হয়েছে সেই জায়গাটিতে ব্যথা। ফোলা ভাব।
তবে, এটিকে স্বাভাবিক বলে মনে করছেন বেশির ভাগ চিকিৎসকরা। পার্শ্ব প্রতিক্রিয়ার (side effects) জেরে এই সব সমস্যা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, টিকা (Covid-19 vaccines) নিলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা স্বাভাবিক। তেমনই হচ্ছে কোভিড ভ্যাকসিনের (Covid-19 vaccines) ক্ষেত্রেও। চিকিৎসকদের মতে, হাত ফুলে যাওয়া এবং ব্যথা হল সবচেয়ে প্রচলিত পার্শ্বপ্রতিক্রিয়া। হাত ব্যথা অধিকাংশেরই হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন (Covid-19 vaccines) প্রবেশ করার পর শরীরের প্রতিরোধ শক্তির সঙ্গে লড়াই শুরু হয়। ভ্যাকসিন যে কাজ করতে শুরু করেছে, তা হাতের ফোলা ভাব থেকেই জানান দেয়। প্রতিষেধক শরীরকে ভাইরাসের সঙ্গে পরিচিত করে। আর শরীরও নিজেকে লড়ার জন্য প্রস্তুত করতে শুরু করে এই সময়ে।
কেন হয় হাতে ব্যাথা?
বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন যে আপনার শরীরে কাজ করছে এটি তার প্রমাণ বলা যেতে পারে। আপনি যখন ভ্যাকসিনের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে যদি দেখতে পান, এর অর্থ হল অনাক্রম্যতা কাজ করছে। যেহেতু COVID ভ্যাকসিনগুলি ইনট্রামাসকুলার ইনজেকশনগুলির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ সরাসরি পেশীগুলিতে ইনজেকশন দেওয়া হয়। যত ছড়িয়ে পড়ে, তার ফলে ব্যথা হয়। যেহুতু হাতে দেওয়া হয়, তাই সেখানেই ব্যথা বেশি হয়। ইনজেকশন ঠিকঠাক ভাবে না দিলে ব্যথা বেশি হতে পারে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-24 11:52:15
Source link
Leave a Reply