হাইলাইটস
- এক বছর আগে শুরু হয়েছে অতিমারি (CoronaVirus)। কিন্তু এর শেষ কোথায় তা জানান নেই কারোর।
- ধীরে ধীরে যখন আনলক হচ্ছে দেশের নানা প্রান্ত, সেই সময়ই জারি হল করোনার তৃতীয় ঢেউয়ের (Covid 3rd Wave) সতর্কবার্তা।
- করোনার তৃতীয় ঢেউ (Covid 3rd Wave) ভারতে মারাত্মক রূপ নিতে চলেছে।
তবে এবার ভারতে এই করোনার (Corona) বিস্তারের জন্য দায়ী থাকতে পারে কোভিডের নয়া প্রজাতি ‘Delta Variant’। স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান যে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid 2nd Wave) সময় এই প্রজাতির আধিক্যে বাড়বাড়ন্ত হয়েছে দেশে। আগামী দিনে এই ভ্যারিয়েন্টের জন্যই রেকর্ড সংখ্যক আক্রান্ত হতে চলেছে দেশে, এমনই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
আইআইটি কানপুরের দুই অধ্যাপক রাজেশ রঞ্জন এবং মহেন্দ্র ভর্মার নেতৃত্বে এই গবেষণা করা হয়। তারই রিপোর্ট পেশ করা হয়। তবে মনে করা হচ্ছে, টিকাকরণের হার বাড়লে অবশ্যই তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কমবে। তবে যে তিনটি আশঙ্কা করা হচ্ছে। করোনার নতুন প্রজাতিই নিয়ে আসবে ভয়াবহ সংক্রমণ। যা সেপ্টেম্বরেই চরমে উঠবে। অক্টোবরের শেষে শুরু হবে তৃতীয় ঢেউয়ের প্রকোপ। তবে সংক্রমণের মাত্রা সর্বাধিক ২-৫ লক্ষ ছুঁতে পারে।
গবেষণায় তিন ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা-
১। সেপ্টেম্বর-অক্টোবরে তৃতীয় ঢেউয়ের প্রভাব (Covid 3rd Wave) সর্বোচ্চ অবস্থায় চলে যেতে পারে। দ্বিতীয় তরঙ্গের চেয়ে (Covid 2nd Wave) তার ভয়াবহতা কিছুটা কম হবে। দেশে দৈনিক ৩.২ লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে সংক্রমণের হার।
২।করোনার নতুন প্রজাতি Delta Variant আরও সংক্রামক আকার নেবে। যার ফলে দেশে দৈনিক সংক্রমণের হার হতে পারে ৫ লক্ষ।
৩। সংক্রমণের মাত্রা দ্বিতীয় ঢেউয়ের মতো হবে না।
এই তিনটি ক্ষেত্রেই সংক্রমণ যে প্রথম ঢেউয়ের চেয়ে বেশি ভয়াবহ হবে, তেমনই দাবি করা হয়েছে। তবে, টিককরণ হয়ে গেলে পরিস্থিতি কেমন থাকবে, সেই বিষয়ে গবেষণা চলছে। এটি শুধু ভারত নয় একই সময় তৃতীয় ঢেউ আছড়ে পড়বে (Third Covid Wave) প্রায় গোটা বিশ্বেই। এবং তার রেশ থাকতে পারে আরও এক বছর।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-24 09:46:01
Source link
Leave a Reply