কলকাতা : স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা অনেক রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এর মধ্যে যোগা অন্যতম। এই অভ্যেস বাচ্চাকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখে। তবে, বাচ্চার যোগাভ্যাস গড়ে তোলা এত সহজ নয়। এর জন্য অনেক সময় কাঠ-খড় পোড়াতে হয় মা-বাবাকে। জেনে নিন কীভাবে বাচ্চার এই অভ্যেস গড়ে তুলবেন।
১. করোনা থেকে বাঁচতে দরকার সুস্থ থাকা। আর এই কঠিন সময় যোগাভ্যাস যে আমাদের সুস্থ রাখবে, এই কথা বাচ্চাকে বোঝান।
২. বাচ্চাকে বলুন যোগাসন কী, কীভাবে করতে হয় এই আসনগুলো। আসনগুলোর কত সহজে করা যায় সেটা শেখান।
৩. বাচ্চাকে যোগা ক্লাসে ভর্তি করতে পারেন। নিয়ম করে ক্লাসে গেলে সে আগ্রহী হবে। সেখানে সম বয়সীদের আসন করতে দেখলে নিজেও করতে চাইবে।
৪. প্রতিদিন একটা নির্দিষ্ট সময় যোগা করুন। এতে ধীরে ধীরে অভ্যেস তৈরি হবে। রোজ খুব ভোরে যোগা করতে হবে এমন নয়। রোজ একটা নির্দিষ্ট সময় অভ্যেস করালেই উপকার পাবেন।
৫. শুধু বাচ্চা নয়, আপনিও নিয়মিত যোগাসন করুন। আপনাকে নিয়মিত যোগাসন করতে দেখলে বাচ্চার মধ্যে আগ্রহ তৈরি হবে। সঙ্গে আপনিও সুস্বাস্থ্যের অধিকারী হবে।
৬. সুযোগ পেলে বাচ্চার সঙ্গে যোগাসন নিয়ে আলোচনা করুন। বিভিন্ন ভিডিও দেখান। ইন্টারনেট ঘাঁটলে প্রচুর ভিডিও পাবেন। মজার ছলে গল্প করুন কীভাবে তা করা হয়।
৭. খেয়াল রাখুন বাচ্চা স্কুলের যোগা ক্লাস যেন মিস না করে। পড়াশোনার বাইরে এই সকল অ্যাক্টিভিটিতে গুরুত্ব দিন।
৮. যোগা করার ফলে বাচ্চার শরীরে কী কী পরবর্তন হচ্ছে সেটা তাকে দেখান। এতে বাচ্চার আত্মবিশ্বাস ও আগ্রহ দুই-ই বাড়বে। সে যোগা করার প্রতি আগ্রহ পাবে।
৯. যোগাসনের নিয়ম শেখান। তবে, শুরুতেই কোনও কঠিন আসন শেখাবেন না। সহজ আসন দিয়ে শুরু করুন। সহজ জিনিস রপ্ত করতে ধীরে ধীরে কঠিনের দিকে এগোন।
১০. যোগাসন যে কঠিন ব্যায়াম নয় তা বোঝান। আনন্দ সহকারে এই ব্যায়ম করতে বলুন। খুশি হয়ে যোগা করলে সে নিজে থেকে এই ব্যায়াম করতে চাইবে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-21 09:17:28
Source link
Leave a Reply