হাইলাইটস
- রবিবারের দুপুরে আয়েশ করে খাবার পর একটা ভাতঘুম বাঁধাধরাই আছে বাঙালির।
- আর তারপর যখন চা আর সঙ্গে টা নিয়ে বসা হয়
- তখন আলোচনা যদি বাড়ির কোনও সমস্যা নিয়ে শুরু হয় তা শেষ হয় রাজনীতিতে
যা যা লাগছে – ময়দা ২ টেবিল চামচ, চিনি ১.৫ টেবিল চামচ (চিনির বদলে ১/২ চামচ স্টিভিয়া ব্যবহার করা যেতে পারে), ১ টেবিল চামচ কোকো পাউডার (সুগার ফ্রি), ১ চামচ গলানো মাখন, ২-৩ টেবিল চামচ দুধ, ডার্ক চকোলেট টুকরো ৩-৪টি, বেকিং পাউডার ১/৪ চা চামচ।
যেভাবে বানাবেন – একটি মাইক্রোওভেন প্রুফ ছোটো বাটিতে ময়দা, চিনি বা স্টিভিয়া, কোকো পাউডার দিয়ে মিশিয়ে নিন। এর মধ্যে দুধ, গলানো মাখন দিয়ে ব্যাটার তৈরি করে নিন। বেকিং পাউডার মিশিয়ে নিন। ১ টুকরো ডার্ক চকোলেট ছোটো করে কেটে ব্যাটারে মেশান। বাকি ২-৩ টুকরো চকোলেট ব্যাটারের মাঝে বসিয়ে ওপরে ব্যাটার দিয়ে ঢেকে ১.৫-২ মিনিট মাইক্রোওভেনে হাই পাওয়ারে বসান। হয়ে গেলে একটি পাত্রে কেক বার করে নিন। তৈরি চকো-লাভা কেক। এই কেক বানাতে কিন্তু মাইক্রোওয়েভে কনভেকশন মোড না থাকলেও চলবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-20 15:50:44
Source link
Leave a Reply