হাইলাইটস
- এঁরা মন খুলে কখনও কারোর প্রশংসা করতে পারেন না।
- করলেও তা ব্যাঙ্গাত্মক।
- সবসময় মানুষকে ছোট করার প্রবণতা থাকে
প্রশংসার মধ্যেও লুকিয়ে থাকে নিন্দা- এঁরা মন খুলে কখনও কারোর প্রশংসা করতে পারেন না। করলেও তা ব্যাঙ্গাত্মক। সবসময় মানুষকে ছোট করার প্রবণতা থাকে। সেই সঙ্গে জ্ঞান বিতরণ করতেও এঁরা সিদ্ধহস্ত। মানুষকে ভুল পথে চালনা করতে এঁদের জুড়ি মেলা ভার।
সাফল্যকে কমিয়ে দেখার চেষ্টা- এই ধরণের মানুষরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁদের ধারণা কেউ বুঝি তাঁদের চেয়ে বেশি খ্যাতি পেয়ে গেল। ফলে সব সময় আপনার কাজকে ছোট করে দেখেন এঁরা।
সব সময় প্রতিযোগিতা চালান- এঁদের কাছে প্রতিযোগিতাই আসল। সব সময় নানা ভাবে প্রতিযোগিতা করতে চান। কিন্তু তা একেবারেই স্বাস্থ্যকর নয়। এঁদের প্রতিযোগিতা হল খুঁত ধরা। জোর করে বলা যে আমিই সেরা। ফলে নিম্নমানের প্রতিযোগিতা চলতেই থাকে।
আপনার লক্ষ্য পূরণে বাধা- এঁরা সবসময় চেষ্টা করেন কীভাবে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করা যায়। হয়তো আপনি আপনার মতো একটি লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। আর এঁদের লক্ষ্য হল কীভাবে সেখান থেকে আপনার মনোবল নষ্ট করে যায়। পরিকল্পনা মাফিক এমন কিছু করেন যাঁতে আপনার কাজ নষ্ট হয়।
আপনাকে নিয়ে গসিপ করতে ভালোবাসে- এঁরা ভীষণ রকম পরনিন্দায় বিশ্বাসী। সামনে মুখমিষ্টি, কিন্তু সুযোগ পেলে গল্প করতে ছাড়েন না। বেসিরভাগ ক্ষেত্রেই আপনাকে ছোট করার চক্রান্ত থাকে। সেই সঙ্গে মিথ্যে কিছু অপবাদ দেওয়ার চেষ্টাও টলে। আপনি বলেননি এমন কোনও কথা এঁরা আপনার উপর চাপিয়ে মানসিক শান্তির বিঘ্ন ঘটাতে চান। আপনার কোনও খারাপ খবর এঁরা অনেক দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে দেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-18 00:29:11
Source link
Leave a Reply