নিজস্ব প্রতিবেদন: গতকাল থেকে দেশে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের (Daily Corona Cases) সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৬৭,২০৮ জন। যা গতকাল ছিল ৬২ হাজারের বেশি। তবে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই বেশি। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ০৩ হাজার ৫৭০ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৮ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন। যা গত ৭১ দিনের মাথায় সবচেয়ে কম।
আরও পড়ুন: ‘সবুজ ছত্রাক’-এ মধ্যপ্রদেশে আক্রান্ত রোগী! এয়ার অ্যাম্বুলেন্সে আনা হল মুম্বই
India reports 67,208 new #COVID19 cases, 1,03,570 discharges & 2,330 deaths in last 24 hours, as per Health Ministry
Total cases: 2,97,00,313
Total discharges: 2,84,91,670
Death toll: 3,81,903
Active cases: 8,26,740 (lowest after 71 days)Total Vaccination: 26,55,19,251 pic.twitter.com/ImnmFjsAc7
— ANI (@ANI) June 17, 2021
আরও পড়ুন: রাজ্যে COVID আক্রান্ত ও মৃত্যু আরও কমল, নিম্নমুখী সংক্রমণ হার
এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ২ হাজার ৩৩০ জন। মোট মৃত্যু সংখ্যা (Death toll)গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৭ হাজার ০০ লক্ষ ৩১৩ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন। সুস্থতার হার বেড়েছে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৬ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ২৫১ জন।
38,52,38,220 samples have been tested up to June 16 in the country including 19,31,249 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/qokKX1XAUz
— ANI (@ANI) June 17, 2021
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-17 09:55:04
Source link
Leave a Reply