হাইলাইটস
- ময়দা ছাড়াই তৈরি হবে ব্রাউনি।
- চিনির বদলে থাকছে কাস্টার সুগার।
- যা একেবারে ফাইন পাউডার।
- চিনির মতো মিষ্টিও নয়
আজকাল বেশিরভাগ মানুষই নিজের স্বাস্থ্য, ওজন নিয়ে খুব সচেতন। ময়দা, চিনি, চকোলেট এসব থেকে দূরেই থাকতে চান। কিছুজনের আবার গ্লুটেনে সমস্যা। অর্থাৎ আটা, ময়দা এসব থেকে সমস্যা হয়। কিন্তু তাই বলে কি তাঁরা ব্রাউনি খাবেন না? তাঁদের সবার কথা মাথায় রেখেই রইল এই Gluten free brownie recipe। ময়দা ছাড়াই তৈরি হবে ব্রাউনি। চিনির বদলে থাকছে কাস্টার সুগার। যা একেবারে ফাইন পাউডার। চিনির মতো মিষ্টিও নয়। সেই সঙ্গে কিছু শস্যদানা থেকে তৈরি হয় এই চিনি। পরিমাণেও কম লাগে। মূলত বেকিং, ককটেল এসব বানানোর জন্য এই চিনি ব্যবহার করা হয়।
এই ব্রাউনি বানাতে যা যা লাগছে
বাটার- ৬৭ গ্রাম
কাস্টার সুগার- ৮৩ গ্রাম
ডিম- ৩টে
জল-১৭ মিলি
চকোলেট গুঁড়ো- ২০০ গ্রাম ( ডার্ক চকোলেট হলে খুব ভালো)
যেভাবে বানাবেন
ডিম, চিনি, জল একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যাতে একদম ক্রিমের মতো টেক্সচার আসে। এবার ওর মধ্যে মাখন গলিয়ে দিতে হবে। মাখন ভালো করে মিশলে চকোলেট ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মোল্ডে বাটার ব্রাশ করে মিশ্রণ ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করলেই তৈরি ব্রাউনি।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-16 14:31:19
Source link
Leave a Reply