হাইলাইটস
- আকাশে মেঘ দেখা দিলে আর বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে
- ‘হুঁকোমুখো হ্যাংলা’ প্রেমিকের মনও ভাসে রোম্যান্টিকতায়।
- বিভিন্ন কবিতায়, গানে, লেখায় ধরা পড়ে সেই রোম্যান্স।
- মেঘ-পাহাড়ের বিখ্যাত প্রেমের গল্প তো সবারই জানা
হাওয়া অফিস বলছে রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। আষাঢ়ের মেঘ আজ নেমে এসেছে জানালার কাছে। সারারাত বৃষ্টির পর গাছগুলো আজ চনমনে। চারিদিক সবুজ ঝকঝকে। আর এমন দিনে রোম্যান্টিক বাঙালি বর্ষার প্রেম উদযাপন করবে না তাই আবার হয় নাকি! বিধিনিষেধে বাড়ির বাইরে বেরনো মানা। কিন্তু সামাজিক দূরত্ববিধি মেনে প্রেমে ভাসতে ক্ষতি কোথায়! আকাশে মেঘ দেখা দিলে আর বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে ‘হুঁকোমুখো হ্যাংলা’ প্রেমিকের মনও ভাসে রোম্যান্টিকতায়। বিভিন্ন কবিতায়, গানে, লেখায় ধরা পড়ে সেই রোম্যান্স। মেঘ-পাহাড়ের বিখ্যাত প্রেমের গল্প তো সবারই জানা। আষাঢ়স্য প্রথম দিবসে আরও একবার না হয় হিয়া নস্ট্যাল হোক। কিন্তু সঙ্গীর সঙ্গে রোম্যান্সে মাততে কেন বর্ষা শ্রেষ্ঠ, জানেন কি?
ফাঁকা হাইওয়ে ধরে লং ড্রাইভ- বেশিরভাগ প্রেমিক-প্রেমিকাই ছুটি পেলে চলে যান লং ড্রাইভে। আর ফাঁরা রাস্তা ধরে হু হু করে গাড়ি ছুটিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম। বাইরে রিনিঝিনি বৃষ্টি, মিউজিক সিস্টেমে পছন্দের গান, স্টিয়ারিং-এ হাত আর পাশে সঙ্গীনী…মন তখন ভাসে রোম্যান্সের ক্লাউড নাইনে।
কফি ডেট- বৃষ্টির সঙ্গে ধোঁওয়া ওঠা কফির একটা দারুণ যোগ রয়েছে। দুপুরবেলা হঠাৎ আকাশ কালো করে এল মেঘে। বাইরে তুমুল বৃষ্টি। কফি বানিয়ে নিয়ে বারান্দায় বসুন। পুরনো স্মৃতিচারণ করতে করতে ফিরে যান সেই প্রেমের প্রথম দিনগুলোতে। কিংবা ছোটবেলার প্রেমে। বা ভরা সন্ধ্যায় দুজনে যেতে পারেন পছন্দের কোনও কফি শপে।
সেরা চুমুটা কিন্তু বর্ষাতেই হয়- ‘জব উই মেট’- এর শহিদ কাপুর আর করিনা কাপুরের সেই রেন ডান্সের কথা মনে আছে? যখন সেই সব দৃশ্য দেখে আপনি নিজের প্রেমের কথা ভাবতেন। ভাবতেন কবে হবে এমন একজন সঙ্গী। এই বর্ষা সেই সুযোগ দিচ্ছে আপনাকে। হাতে হাত রেখে একে অপরকে চুমুতে ভরিয়ে দিন। বৃষ্টিভেজা এই চুমু কিন্তু আজীবন আপনার সঙ্গী হয়ে থাকবে।
ছাতা নিয়ে কাড়াকাড়ি- একছাতার তলায় জড়াজড়ি করে হাঁটার মজাটা অন্যরকম। পায়ে পায়ে জল ছেটাতে ছেটাতে এগিয়ে চলুন সঙ্গীর সঙ্গে। মনের সুতোয় বাঁধা হোক ভবিষ্যতের রঙিন ছবি।
মনসুন Hugs- মনের মানুষকে জড়িয়ে ধরার মতো শান্তি আর কোথায়! এমন ঘনঘোর বর্ষায় জড়িয়ে ধরুন সঙ্গীকে। মন খুলে কথা বলুন। সোহাকে, আদরে একে অপরকে ভরিয়ে দিন উষ্ণতায়। সঙ্গী হোক পছন্দের কোনও পানীয় কিংবা গান। এভাবেই তৈরি হোক অজস্র রূপকথার।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-16 17:56:22
Source link
Leave a Reply