হাইলাইটস
- বর্ষা শুরু হতেই নানা রোগের প্রকোপ বাড়তে থাকে। করোনা ভাইরাসে (Covid) আক্রান্ত ছাড়াও কোমর্বিডিটি, ক্যানসার যাঁদের রয়েছে তাদের দেহে এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে।
- বর্ষা আবহাওয়ায় ছত্রাক ও ব্যাক্টেরিয়া ঘটিত রোগ তাঁদের শরীরে আত্রমণ করে।
- তেমনই একটি সংক্রমণ লেপ্টোস্পাইরোসিস (Leptospirosis)। বর্ষাকালে এটি বেশি দেখা যায়, তাই আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।
মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের পরে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) যেমন এই সংক্রমণ নিয়ে সতর্ক করেছে সকলকে। গত বছর অর্থাৎ ২০২০ সালে জুলাই মাসে এমন ১৪টি এমন ঘটনা দেখা গিয়েছিল। ২০১৯ সালে সেই সংখ্যা ছিল ৭৪টি। বিশেষজ্ঞদের মতে, জমা জল থেকে ছড়াতে পারে এই রোগ (Leptospirosis)।
কী এই লেপ্টোস্পাইরোসিস?
লেপ্টোস্পাইরা ইন্টেরোগ্যানস (Leptospirosis) ব্যাকটিরিয়ার সংক্রমণ থেকেই ছড়ায় এই রোগ। কুকুর, বিড়াল, ইঁদুর জাতীয় প্রাণীর মল-মূত্র থেকে মূলত ছড়ায় এই রোগ। ২০১৯ সাল থেকে বর্ষায় লেপ্টোস্পাইরোসিস (Leptospirosis) রোগটি খুব বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে এই রোগ প্রধানত ইঁদুর, ছুঁচো বা বেজি ইত্যাদি প্রাণীর বর্জ্য পদার্থ থেকে ছড়ায়। এই সব প্রাণীরা মাটিতেই বর্জ্য ত্যাগ করে। বর্ষার সময় তা জলে মিশে যায়। আর সেই জল থেকেই ছড়িয়ে পড়ছে রোগটি।
এই রোগ থেকে বাঁচার উপায় কী?
বর্ষাকালে জমা জল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পায়ে ফাঁটা গোড়ালি কিংবা কাঁটাছেঁড়া থাকলে সেখানে যদি এই ব্যাক্টেরিয়া মিশ্রিত জল লেগে যায় সেখান থেকে শরীরে প্রবেশ করে এই জীবাণু (Leptospirosis)। সাধারণ ভাবে এই রোগ ধরা পড়ে না। রক্ত পরীক্ষা করলেই বোঝা যায় আক্রান্তের বিষয়টি। অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা শুরু হয়। তবে লেপ্টোস্পাইরোসিস দীর্ঘদিন থাকলে কিডনির ক্ষতি হতে পারে। এমনকী মারাত্মকও হতে পারে এই রোগ।
এই রোগের কী কী উপসর্গ রয়েছে?
প্রাথমিকভাবে জ্বর হয়।
হাতে-পায়ে খুব যন্ত্রণাও থাকে।
বমি বমি ভাব, ত্বকে ফুসকুড়িও দেখা যায়।
কী কী সতর্কতা নেওয়া উচিত?
জমা জল এড়িয়ে হাঁটাচলা চলুন।
বন্ধ জুতো পরা উচিত।
সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা উচিত।
হাত এবং পা সাবান ও জলে ধুয়ে নিন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-14 15:00:27
Source link
Leave a Reply