একদল ব্রিটিশ বিজ্ঞানী এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যা দিয়ে মাত্র ১৫ মিনিটেই শনাক্ত যাবে করোনাভাইরাস!
ক্যামব্রিজভিত্তিক রোবোসায়েন্টিফিক ওই বিজ্ঞানী দলটি ‘করোনা এলার্ম’ নামে একটি ডিভাইস আবিষ্কার করেছেন। এটি মানুষের শ্বাস-প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। খবর আরব নিউজের।
লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) ও দারহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এ ডিভাইসটি আবিষ্কার করেছে।
এ ডিভাইসটি দিয়ে আঙ্গুলেছাপের গন্ধ থেকেও ৯৮-১০০ ভাগ নির্ভলভাবে করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব বলে তাদের দাবি।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ আরও পরীক্ষা-ানরীক্ষা করে পরে এ ব্যাপারে মতামত জানাবে। এ বছরের শেষের দিকে এ অত্যাধুনিক করোনা শনাক্তকরণ ডিভাইসটি বাজারে আসতে পারে।
একটি করোনাভাইরাস মনিটরের মূল্য হতে পারে ৫ হাজার পাউন্ড বা ৭ হাজার ৫০ মার্কিন ডলার।
বিজ্ঞানীরা বলছেন, বাজারে যে সব ডিসপোজেবল টেস্টিং কিট আছে- তার চেয়ে অনেক কম খরচ পড়বে এ ডিভাইস দিয়ে করোনা শনাক্ত করতে।
এম ইউ/১৪ জুন ২০২১
স্বাস্থ্য | DesheBideshe
2021-06-14 13:39:38
Source link
Leave a Reply