হাইলাইটস
- ভারতে Covishield নামে দেওয়া হচ্ছে AstraZeneca ভ্যাকসিন।
- সম্প্রতি গবেষণায় জানা গিয়েছে এই ভ্যাকসিনে প্লেটলেট কাউন্ট কমার সম্ভাবনা সামান্য বেশি।
- গবেষকরা জানিয়েছেন, জনস্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত ChAdOx1 ভ্যাকসিনের সঙ্গে যুক্ত অপেক্ষাকৃত বর্ধিত ঝুঁকিগুলি সম্পর্কে জানানো।
যদিও Pfizer–BioNTech এর mRNA ভ্যাকসিনে এই ধরনের কোন ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।Nature Medicine নামের এক জার্নালে এই গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। স্কটল্যান্ডে ভ্যাকসিন নেওয়া মানুষদের উপরে এই গবেষণা করা হয়েছে ২০২০ সালের 8 ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৪ এপ্রিলের মধ্যে স্কটল্যান্ডে ২৫.৩ লক্ষ নাগরিক Covid-19 ভ্যাকসিন নিয়েছেন। যা সেই দেশের ৫৭.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক।
এর মধ্যে 17.1 লক্ষ নাগরিক AstraZeneca ভ্যাকসিন নিয়েছেন। অন্যদিকে ৮.২ লক্ষ মানুষ পেয়েছে Pfizer–BioNTech ভ্যাকসিন। এছাড়াও ১০ হাজারের কম মানুষ পেয়েছেন Moderna ভ্যাকসিন।
এডিনবারা বিশ্ববিদ্যালয়ের একটি দল জানিয়েছে AstraZeneca ভ্যাকসিনে ব্যবহারের প্রথম ছয় দিনের মধ্যে প্রত্যেক ১ লক্ষ মানুষের মধ্যে ১.৩ জনের থ্রোমোসাইটোপেনিয়া দেখা গিয়েছে। থ্রোমোসাইটোপেনিয়া হলে রক্তে প্লেটলেট কাউন্ট কমে যায়। ফলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়।
গবেষকরা আরও জানিয়েছেন AstraZeneca ভ্যাকসিন নেওয়ার ২৭ দিনের মধ্যে প্রত্যেক ১ লক্ষ মানুষের মধ্যে ১.১৩ জনের ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পরপুরা (ITP) হওয়ার সম্ভাবনা থাকে। রক্তের এই রোগে রক্তে প্লেটলেটের সংখ্যা কমে যায়। সমীক্ষায় জানা গিয়েছে যাদের ChAdOx1 ভ্যাকসিনের পরে ITP হবে তাঁদের আগে থেকে থাকা ITP রোগীদের তুলনায় কোন একটি ক্লিনিকাল কন্ডিশনের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
গবেষকরা জানিয়েছেন AstraZeneca ভ্যাকসিনের কারণে শুধুমাত্র প্লেটলেট সংখ্যা কমা ছাড়াও এই ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২০ দিন পর্যন্ত ধমনীতে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা দেখা গিয়েছে। যা ৩৯ বছরের কম বয়সীদের দেহে প্রত্যেক 1 লক্ষ্য ভ্যাকসিন নেওয়া মানুষের মধ্যে ৫.৮৭ বেশি দেখা গিয়েছে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-11 16:09:12
Source link
Leave a Reply