হাইলাইটস
- শুধু গ্রাম নয়, বহু শিক্ষিত পরিবারও এই বিষয়টি নিয়ে একেবারে অন্ধ।
- সন্তান তাঁদের পছন্দের পাত্র/পাত্রীর বদলে অন্য কাউকে বিয়ে করবে
- এ যেন তাঁরা মেনে নিতে পারেন না
যতই আমরা নিজেদের প্রগতিশীল বলে দাবি করি না কেন কোথাও গিয়ে যেন এখন সেই ধর্মের গোঁড়ামি আমাদের মধ্যে থেকেই গিয়েছে। কিন্তু অন্য জাতি বা ধর্মে বিয়ের ঘটনা যে হচ্ছে না তা নয়, কিন্তু প্রতিক্ষেত্রেই সকলেরই লম্বা লড়াই থাকে। অনেক কাঠ, খড় পুড়িয়ে তবেই দাম্পত্যের মুখ দেখতে পান তাঁরা। কিছু ক্ষেত্রে আবার কোনও রকম যোগাযোগ থাকে না পরিবারের সঙ্গেও। যদিও আইনমতে ভিনধর্মে বিবাহে কোনও বাধা নেই। স্পেশ্যাল হিন্দু ম্যারেজ অ্যাক্টে অনেকেরই বিয়ে হচ্ছে। এই একুশ শতকে দাঁড়িয়ে কেমন ছিল তাঁদের বিয়ের অভিজ্ঞতা। কিছু যুগল শোনালেন তাঁদের লড়াইয়ের গল্প।
প্রেমের কথা জানতে পারার পর দুই পরিবারের তরফে একরকম কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হয়েছিল রবীন্দর আর সাক্ষীর মধ্যে। কিন্তু তাঁরা দমে যাননি। কারণ তাঁদের কাছে লড়াই করার মতো অনেক পয়েন্টস ছিল। দুজনেই বাড়িতে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন। দাদাদের অনেকবার বুঝিয়েছেন সাক্ষী। কিন্তু কোনও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি পালিয়ে বিয়ে করেন। এখন তাঁরা দুজনেই খুব ভালো আছেন। এতদিনের কষ্ট স্বার্থক।
ভিনধর্মের রাহুলের সঙ্গে মেয়ে রিয়ার প্রেম মেনেই নিতে পারেনি পরিবার। তাঁরা ভাবতে পারেননি যে মেয়ে এমন একটি কাজ করবে। একটা সময় দুই পরিবারের তরফেই চরম অসহযোগিতা শুরু হয়। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের কোনও রকম ভাবেই সাহায্য করা হবে না। এরপর তাঁরা দুজনে বিয়ে করেন। প্রথম কয়েক বছর খুব কষ্ট হয়েছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। কিন্তু এখন তাঁরা সুখী।
হরিয়ন্ত এবং রূপালির গল্পটা আবার অন্যরকম। দুজনেই উচ্চশিক্ষিত। প্রতিষ্ঠিত। কিন্তু রূপালি ছিলেন দলিত। সম্ভ্রান্ত দলিত পরিবারের কন্যাকে কিছুতেই মেনে নিতে পারেননি হরিয়ন্তের পরিবার। এমনকী তাঁকে শ্বশুরবাড়িতে ঢুকতেও দেওয়া হয় না। প্রায় পাঁচ বছর হরিয়ন্তের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।
মেঘনা এবং শিরিশের গল্পটা একেবারেই আলাদা। ভিন ধর্মের প্রেমের কথা প্রথম থেকেই পরিবার জানত। কিন্তু কোনও দিনই তেমন কোনও অসুবিধে হয়নি। তাঁরা জানিয়েছেন, তাঁদের পরিবার খুবই উদার মনস্ক। শিভিত। ফলে তাঁরা তাঁদের ছেলেমেয়ের ভালো থাকা, শিক্ষা এসবেরই দাম দিয়েছেন। সেই সঙ্গে দুই পরিবারের মধ্যে বোঝাপড়াও খুব ভালো।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-10 19:34:17
Source link
Leave a Reply