এখানে পোস্টাল ইন্সপেক্টরদের বেশ কিছু গুরু দায়িত্ব পালন করতে হবে।
বেতন
পোস্টাল ইন্সপেক্টর পদের জন্য আবেদনকারী প্রার্থীরা 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও 4,600 টাকার গ্রেড পে ও পাবেন তাঁরা। প্রথম কাজের সঙ্গে যুক্ত হয়েই প্রার্থীরা প্রায় 50,000 টাকার কাছাকাছি বেতন পাবেন প্রতি মাসে। এছাড়াও বেশ কিছু ভাতাও দেওয়া হবে প্রার্থীদের। যেমন মোবাইল ফোনর বিল, পেট্রোল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স, ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এছাড়াও ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশনের জন্যও অ্যালাওয়েন্স পাবেন তাঁরা।
চাকরির ঠিকানা
পোস্টাল ইন্সপেক্টরের চাকরি বদলির চাকরি। সারা দেশের যেকোনো স্থানে তাঁদের নিয়োগ করা হতে পারে। সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা 23টি পোস্টাল সার্কেলের অন্তর্গত যেকোনো জায়গায় তাঁদের পোস্টিং করা হতে পারে।
পদোন্নতি
পোস্টাল ইন্সপেক্টর হিসেবে চাকরিতে জয়েন করার পর প্রথম পদোন্নতি পেয়ে তাঁর অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। কোনও একটি পোস্টাল ডিভিশনে 5 বছর কাজ করার পরে এই পদোন্নতি পাবেন তাঁরা। এরপর সুপারিন্টেনডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বসতে পারেন তাঁরা। তবে সেটি একবারে কর্মজীবনের শেষের দিকে। এই কাজে যুক্ত হলে প্রার্থীরা একদিকে যেমন আকর্ষণীয় সরকারি চাকরি করতে পারবেন, তেমনই অন্যদিকে মোটা মাইনে ও প্রচুর সুযোগসুবিধেও পাবেন তাঁরা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-10 19:25:04
Source link
Leave a Reply