নয়াদিল্লি: করোনার (Covid-19) প্রথম ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল দেশের প্রবীণ নাগরিকদের উপর। এরপর আসে দ্বিতীয় ঢেউ। যে ঢেউয়ে বয়স্কদের পাশাপাশি তরুণ প্রজন্মকে মারাত্মক হারে আক্রান্ত হতে দেখা যায়। মৃত্যুর হারও বেড়ে যায় অনেকটা। এরপরই সন্তানদের কথা ভেবে ঘুম উড়ে যায় বাবা-মায়ের। তার সঙ্গেই তৈরি হয় প্রশ্ন, তাহলে কি গত দু’বছরের তুলনায় করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি পরিমাণে আক্রান্ত হতে চলেছে।
এই প্র্শ্নের উত্তরে একটি তথ্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় যে, এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে তা থেকে এটুকু বলা যায় যে, শিশুদের উপর করোনা (Covid-19) এখনও সেভাবে প্রভাব ফেলতে পারেনি।
প্রধানমন্ত্রীর কোভিড ম্যানেজমেন্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডাঃ ভিকে পাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এটা এখনও অনিশ্চিত যে একটি ঢেউ কেবলমাত্র শিশুদের উপরই প্রভাব ফেলবে। তবে এখনও পর্যন্ত শিশুরাও প্রাপ্তবয়স্কদের মত একইরকম সেরোপ্রেভ্যালেন্স (seroprevalence) প্রদর্শন করেছে।
এমনকি তিনি এও জানান যে, এখনও পর্যন্ত বাচ্চাদের উপর করোনা তৃতীয় ঢেউ যে প্রভাব ফেলবে তার কোনো প্রমাণ নেই। তবে টিকাকরণ (Vaccination) হয়ে যাওয়া প্রাপ্তবয়স্করা চাইলে সেসময় শিশুদের রক্ষা করতে পারবে।
দিল্লির এইমস্-এর (AIIMS) ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়াও ঠিক একই কথা বলেন। তাঁর মতে, এখনও পর্যন্ত এমন কোনো পোক্ত প্রমাণ নেই যা প্রমাণ করে যে করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ে (Third Wave) শিশুরাও সর্বোচ্চ মাত্রায় আক্রান্ত হতে পারে।
প্রসঙ্গত, কোভিডের (Covid-19) প্রথম ঢেউ খুব একটা প্রভাব ফেলেনি শিশুদের উপর৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second wave) বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হয়েছে যুব, মধ্য বয়স্ক এবং শিশুরাও। তাই শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের বিশেষ ডোজও বানানো শুরু করেছে৷ খুব শীঘ্রই হয়ত তা বাজারেও নিয়ে আসা হবে৷
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-08 12:32:42
Source link
Leave a Reply