হাইলাইটস
- সঙ্গী যদি বলেন যে হ্যাঁ তিনি বিয়ে করতে চান তাহলে
- সেইমতো পরিকল্পনা করুন।
- আজ বললেই কাল বিয়ে হয়ে যায় না।
- প্রস্তুতিতেও বেশ খানিকটা সময় লাগে
একবছরের মাথায় রিমা রাজি হলেও সাত্যকি কিছুতেই রাজি হয় না। আরও একবছর সময় তার চাই। প্রেম, লিভ টুগেদারে রাজি থাকলেও কিছুতেই বিয়েতে রাজি করানো যাচ্ছিল না তাকে। এবার ভার পড়ল রিমার উপর। যেভাবেই হোক সাত্যকিকে রাজি করাতেই হবে। কারণ তার বাড়ি থেকে অহেতুক অপেক্ষা করতে রাজি নয়। রিমা পড়েছে মহা সমস্যায়। শুধু রিমাই নয়। এই একই সমস্যার কথা এখন অনেক মেয়েই বলেন। এখনকার ছেলেরা ২৭-৩০ বছর বয়সীরা কিছুতেই বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন না। তা সে দীর্ঘদিনের প্রেম হলেও নয়। এদিকে সমস্যা হল, এখন সব প্রেমই সমবয়সীদের মধ্যে। ফলে ছেলেদের বিয়ের বয়স নিয়ে আপত্তি না তুললেও অনেক বাড়ি থেকে মেয়েদের বয়স নিয়ে আপত্তি তুলছে। কীভাবে মোকাবিলা করবেন এমন সমস্যার?
আগে প্রেমিককে জিজ্ঞেস করুন তাঁর কাছে বিয়ের গুরুত্ব কতটা
এই প্রশ্নের উত্তর এক একজন এক একরকম দেন। এক একজনের ভাবনা এক এরকম। বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা আজকাল ছেলেদের মধ্যে কম। বিয়ে নিয়ে তিনি কী ভাবছেন সেটাও জানা দরকার। তবে সব ছেলে যে একইরকম হবে এরকমটা কিন্তু নয়। অনেক ছেলেই চান বিয়ের আগে নিজেকে গুছিয়ে নিতে। নিজের কর্মক্ষেত্র, গাড়ি,বাড়ি এসব তৈরি করতে।
বিয়ে করতে চাইলে সেইরকম পরিকল্পনা করুন
সঙ্গী যদি বলেন যে হ্যাঁ তিনি বিয়ে করতে চান তাহলে সেইমতো পরিকল্পনা করুন। আজ বললেই কাল বিয়ে হয়ে যায় না। প্রস্তুতিতেও বেশ খানিকটা সময় লাগে। ছ’মাস আগে আর পরে বিয়ের মধ্যে সেরকম কোনও ফারাক থাকে না। সেই সঙ্গে পরিবার এবং সঙ্গীর কথাও তাঁকে বিবেচনা করতে হবে।
বাস্তবটা তাঁকে বোঝান
সঙ্গীকে বাস্তবটা বোঝান। সম্পর্কটা আপনাদের দুজনের। কাজেই তাঁর নিজের পাশাপাশি আপনার কথাও ভাবা দরকার। আশপাশে যখন অন্য সব বন্ধুরা বিয়ে করেন তখন স্বাভাবিক ভাবেই একটা মানসিক চাপ এসে পড়ে। তবুও বিয়েটা যে যার নিজের সিদ্ধান্ত। কাউকে দেখে যে বিয়ে করতে হবে এমনটা নয়। কিন্তু বিয়ে করতে চাইলে এমন গড়িমসি নয়।
সময়ের মূল্য দিন
প্রত্যেকের জীবনেই সময়ের একটা মূল্য আছে। অযথা কারোর পিছনে সময় নষ্ট করার মানসিকতা এখন কারোর থাকে না। যদি না তা ২৪ বছর বয়সের প্রেম হয়। জীবনে সবার নির্দিষ্ট একটি লক্ষ্য রয়েছে। কেরিয়ার রয়েছে। যদি দেখেন মানসিকতায় মিল হচ্ছে না, ভুল বোঝাবুঝি বাড়ছে, অযতাই একজন সমঝোতা করে যাচ্ছেন তাহলে সেই সম্পর্ক বেশিদিন না টিকিয়ে রাকাই ভালো। ঠান্ডা মাথায় নিজের জীবনের সিদ্ধান্ত নিন।
একান্তই না চাইলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন না
চার বছরের স্টেডি রিলেশনশিপের পরও সঙ্গী যদি আপনাকে না বোঝেন, বিয়ে করতে না চান তাহলে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ থাকে না। কারণ আপনাকেও জীবনে একটা সিদ্ধান্তে আসতে হবে। সেখানে বাড়ির লোকেরও যথেষ্ঠ গুরুত্ব রয়েছে। আর এরকম যাঁর মানসিকতা তাঁর সঙ্গে সারা জীবন কাটানো কিন্তু খুবই সমস্যার।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-08 00:26:05
Source link
Leave a Reply