হাইলাইটস
- বিভিন্ন ভাবে তাঁকে সুযোগ করে দিন কথা বলার জন্য।
- তাঁর ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন
ছেলে কী করে বাড়ির বাইরে এতদিন থাকবে, কী খাবে এসব নিয়ে মা চিন্তায় পড়ে গেল। কিন্তু মাস ছয়েকের ট্রেনিং পর্ব কাটানোর পর ছেলে এখন আগের থেকে অনেকটাই বদলেছে। কিন্তু সহজ ভাবে মিশতে পারাটা আয়ত্তে আসোনি। বছর তিনেক পর মা-বাবার পছন্দের পাত্রী শ্রেয়াসার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। হবু পূত্রবধূকে আগেই শাশুড়ি মা জানিয়েছিলেন ছেলের এই ‘রামগড়ুরের ছানা’ মনের যদি একটু পরিবর্তন করা যায়। বিয়ের আগে শ্রেয়াসা-তীর্থ বেশ কয়েকবার দেখা করেছে। আড্ডা, কফি ডেট সবই হয়েছে। দুজনকেই দুজনের বেশ মনে ধরেছে। বিয়ের ছ’মাসের মধ্যে তীর্থর মধ্যেও একটা অদ্ভুত পরিবর্তন এল। এখন ও অনেকটা মন খুলে কথা বলতে পারে শ্রেয়াসার সঙ্গে। বাড়িতে বন্ধুদের ডেকে আড্ডাও মারে। কিন্তু কীভাবে হল এই অসাধ্য সাধন?
সোশ্যাল মিডিয়া নয়, একে অপরের সঙ্গে কথা বলুন- সঙ্গী যদি ইন্ট্রোভাট (introvert) হন তাহলে প্রথম থেকে বুঝতে চেষ্টা করতে হবে তাঁর সমস্যা কোথায়। কেন তিনি মন খুলে কথা বলতে পারছেন না। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অত্যধিক সময় না কাটিয়ে একে অপরের সঙ্গে সময় কাটান। কথা বলুন। তাতে মন ভালো থাকবে।
তাঁর কথা বলার মতো সুযোগ দিন- বিভিন্ন ভাবে তাঁকে সুযোগ করে দিন কথা বলার জন্য। তাঁর ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন। তাঁর কথা বুঝুন। কোথায় তাঁর অসুবিধে হচ্ছে তাও কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ আপনিই তার জীবনসঙ্গী।
তাঁকে নানাভাবে স্বাধীনতা দিন- সঙ্গীকে তাঁর নিজের মতো করে থাকতে দিন। নিজের মতো করে সময় কাটানোর সুযোগও দিন। কখনই স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। এতে তিনিও খুশি থাকবেন। সেই সঙ্গে আপনাদের বোঝাপড়াএ ভালো হবে।
কিছু বিষয়ে গভীর আলোচনা করুন- যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাঁর সঙ্গে আলোচনা করুন। তাঁর মতামত না নিয়ে কোনও কাজ করবেন না। লাজুক হতে পারেন কিন্তু সেটা তাঁর দুর্বলতা নয়। বরং বোঝান সম্পর্ক দুজনের সেখানে তাঁর সমান মত প্রকাশ জরুরি। আর তাই তাঁকেও আলোচনায় থাকতে হবে।
মাঝেমধ্যেই ট্রিপে যান- এমন সঙ্গীকে নিয়ে মাঝেমধ্যেই ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। উইকএন্ড ট্রিপে যান। স্পেশ্যাল ডিনারে যান। ঘুরতে গেলে একসঙ্গে যেমন সময় কাটাবেন তেমনই কিছু সময় তাঁকে এঁকাও থাকতে দেবেন। প্রকৃতির সঙ্গে কিছু মুহূর্ত একা থাকলে তাঁর মনও ভালো হবে। দেখবেন এরপর তিনিও কিন্তু মন খুলেই কথা বলছেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-07 23:19:24
Source link
Leave a Reply