হাইলাইটস
- সমপ্রেম এখন বৈধ।
- প্রচুর সমকামী দম্পতি বিয়ে করে সুখে রয়েছেন।
- তবুও কোথাও যেন আমাদের মানসিকতা আজও অন্ধকারে রয়ে গিয়েছে
সমপ্রেম এখন বৈধ। প্রচুর সমকামী দম্পতি বিয়ে করে সুখে রয়েছেন। তবুও কোথাও যেন আমাদের মানসিকতা আজও অন্ধকারে রয়ে গিয়েছে। রূপান্তরকামীদের এখনও সমাজের সুস্থ বলে মেনে নিতে সমস্যা রয়েছে। তাঁদের প্রতি আমাদের আচরণ, চাহনি স্বাভাবিক নয়। তাঁদের হেনস্থা করার মানসিকতাই বরং মানুষের মধ্যে অনেক বেশি।
নিজেকে শিক্ষিত করুন- এই যে LGBTQ মানুষদের প্রতি আমাদের অসহিষ্ণুতা, খারাপ আচারণ, অযথা কুকথা বলার মানসিকতা রয়েছে এগুলোর জন্য কিন্তু দায়ী আমাদের শিক্ষা। মন যদি শিক্ষিত না হয়, মন যদি উদার না হয় তাহলে কিছুতেই এই সমস্যার সমাধান হয় না। আর শিক্ষা মানেই যে তা পুঁথিগত হতে হবে এমন নয়। সামাজিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করুন।
সবাইকে এক দাঁড়িপাল্লায় রাখুন- প্রত্যেক মানুষ তাঁর নিজের মতো করে আলাদা। প্রত্যেকের আলাদা একটি সত্ত্বা রয়েছে। সেই সঙ্গে সবার বাঁচার অধিকার রয়েছে। আর তাই মানুষকে স্বইচ্ছেয় বাঁচতে দিন। নেতিবাচক কোনও মন্তব্য করবেন না। আত্মহত্যার প্ররোচনা দেবেন না। বরং তাঁদের আরও বেশি করে ভালোবাসুন।
তাঁদেরকে নিজের মতো করে সময় দিন- প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু সময়ের প্রয়োজন হয়। স্পেস প্রয়োজন হয়। এই স্পেসটা অবশ্যই তাঁদের দেবেন। মানুষের পাশে থাকুন। উপকার করতে না পারলে অপকারের চেষ্টা করবেন না। সুবুদ্ধি দিন। কখনই তাঁকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না।
মনের আগল খুলে বাঁচুন- আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে চলে। একটু খোলা মনে সবটা পর্যবেক্ষণ করুন। জীবন অনেক সহজ হবে যাবে। স্টিরিওটাইপ ভাবনা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। ছেলেদেরও কাঁদতে ইচ্ছে করে। ছেলেদেরও সাজতে ইচ্ছে করে। প্রত্যেক মানুষ তাঁর মতো করে সুন্দর। তাই আমার LGBT ফ্রেন্ড বলে তাঁর গায়ে কোনও ট্যাগ বসিয়ে দেবেন না। বরং তাঁকে মানুষের মতো করেই দেখুন।
কথা বলুন, প্রতিবাদ করুন- আপনার পরিবারে এমন কোনও সদস্য থাকলে কিংবা এরকম কোনও বন্ধু থাকলে অবশ্যই তাঁর পাশে থাকুন। তাঁকে সমর্থন করুন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে রুখে দাঁড়ান। থেমে থাকবেন না। এমনকী আপনার বন্ধুকেও কথা বলার সুযোগ করে দিন। তিনি যাতে সহজেই তাঁর মনের কথা, ভাবনা খুলে বলতে পারেন সেই ভরসাটুকু রাখুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-07 17:53:31
Source link
Leave a Reply