নয়া দিল্লিঃ দিল্লিতে শুরু হতে চলেছে বাচ্চাদের উপর কোভ্যাক্সিনের (Covaxin) ক্লিনিকাল ট্র্যায়াল। যেখানে করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের উপরই সবথেকে বেশি প্রভব পড়ার আশঙ্কা, সেখানে বিশেষজ্ঞ মহলের ভবিষ্যৎবানী অনুসরণ করে শিশুদের উপর ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলা,আসলে দেশজুড়ে তৃতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য প্রস্তুতি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে যে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় ভ্যাকসিনই ভরসা বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে হাসপাতালে শয্যা-অক্সিজেনের আকালের মতো, ভ্যাকসিন সংকটেরও অভিযোগ সর্বত্র। এরই মধ্যে পর্যাপ্ত করোনা টিকা কোভ্যাক্সিনের মজুত না থাকাতে দিল্লিতে প্রথম ডোজে নতুন করে কাউকে কোভ্যাক্সিন দেওয়া হবে না বলে জানাল সরকার। দিল্লি সরকারের (Delhi Govt) বিবৃতি অনুসারে, ‘শুধুমাত্র দ্বিতীয় ডোজে যারা কোভ্যাক্সিন নিতে চাইবেন, তাঁরাই এটি পাবেন’। সৌজন্যে ভ্যাকসিনের অপ্রতুলতা।
রবিবার দিল্লি সরকার জানাল, দিল্লিতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের প্রয়োজনে দ্বিতীয় ডোজের (Second Dose) দেওয়া হবে কোভ্যাক্সিন। দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম গুলিকে ভারত বায়োটেকের দ্বারা প্রস্তুত এই টিকা প্রথম ডোজে কাউকে না দেওয়ার জন্য নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে মে মাসে করোনার প্রথম ডোজ গ্রহণকারীদের ইতিমধ্যেই দ্বিতীয় ডোজ নেওয়ার সময় এসে গেছে। ঠিক এই মুহূর্তে কোভ্যাক্সিনের সংকট যথেষ্ট গুরুতর বলেই মনে করছেন আম আদমি পার্টির বিধায়ক অতীশি। তিনি জানাচ্ছেন, ‘দিল্লিতে কোভ্যাক্সিনের পর্যাপ্ত মজুত না থাকায় ১৮-৪৪ বছর বয়সীরা ১০০ কিমি অতিক্রম করে মিরাট এবং বুলন্দশহরে যাচ্ছেন।’ যা আরও গুরুতর সমস্যা বলে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, রবিবার দিল্লিতে মোট ৪২,৭৪২ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১৫,২৪৮ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। এখনও পর্যন্ত দিল্লিতে মোট ১২,৮৪,০০০ জনকে পুরোপুরি টিকাকরণের (Vaccination) আওতায় আনা সম্ভব হয়েছে। দিল্লিতে কোভ্যাক্সিন (Covaxin) টিকা পর্যাপ্ত পরিমাণে না থাকার পিছনে উল্লেখযোগ্য কারণ হল, তথ্য মতে শুক্রবার সেখানে নতুন করে টিকা আসার ফলে ৫,৮৪,৩৭০ টি ডোজ টিকা মজুত আছে। আর তার মধ্যে মাত্র ২১,৮৫০ টি ডোজ কোভ্যাক্সিনের টিকা।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-07 14:42:11
Source link
Leave a Reply