ঘুম জোড় বাংলো হয়ে এই পথ গেছে। তাকদা টি গার্ডেন, পেশক টি গার্ডেন, লামাহাটা পার্ক ও পার্কের মাথায় অবস্থিত জোড়াপোখরি। ঘন পাইন জঙ্গলের ভেতর দিয়ে এক কিলোমিটার পার্কের উপরে উঠলে দুটো ছোট জলাধার কোয়াশার চাদরে মুড়ি দিয়ে শুয়ে আছে। এই পথে দার্জিলিং থেকে ১৫০০ টাকায় গাড়ি ভাড়া করেও আসা যায়। কোনো সময় কুয়াশা ঢেকে যাবে সব কিছু, কোনো সময় মেঘেরা আশ্রয় নেবে পাহাড়ের কোলে আবার কোনো সময় বৃষ্টি ভিজিয়ে দেবে আপনার সামনে পেছনের রাস্তাটাকে। সাথে বুনো গন্ধ। অার যদি লামাহাটা বস্তির দিকে নেমে যান তবে পুরোটাই তাখদা চা বাগানের মধ্যে দিয়ে যেতে পারেন। ছোট ছোট পাহাড়ী গ্রাম, বাড়ির উঠোনে বসে নবীন প্রবীণদের আড্ডা।
ক্ষুদে চোখের মিষ্টি কথা অার চেপ্টা ঠোঁটের দুষ্টু হাসি আপনাকে বুঝিয়ে দেবে আপন করে নিতে যে ওরা জানে। মাঝে মাঝে বাচ্চা ছেলে মেয়ের দল আপনার হাতে নরম ছোট্ট ছোট্ট হাতের এক মুঠো বুকি ফুল দিয়ে ওদের ছোট হৃদয়ে আবেগ দিয়ে আপনাকে গ্রহণ করে নেবে। তাই অবশ্যই ওদের বন্ধু রূপে পেতে গেলে জ্যাকেটের পকেটে লজেন্স রাখতে হবে। আপনাকে বাকি তিন বোন, কাঞ্চন, কাব্রু অার পান্ডিম দুর থেকে হাত ছানি দিয়ে ডাকবে। এত কাছাকাছি ওদের এর আগে দেখছেন কিনা সেটাই স্মরণ করবেন।
তাহলে চলুন একবার এই কুয়াশা পথে তবে দুর্যোগ মিটে যাওয়ার পরে। এরা কিন্তু এই দুর্যোগকে উপেক্ষা না করে গ্রামের প্রতিটা মানুষ প্রতিটা বাড়িকে জীবাণু মুক্ত করবার চেষ্টা করে যাচ্ছেন আজ দীর্ঘ দেড় বছর ধরে। শুনলাম এই গ্রাম করোনা মুক্ত গ্রাম। তাই নিজেকে টিকাকরণ করিয়ে অার যাবতীয় সাবধানতা মেনে একবার ঘুরে আসুন এই মিষ্টি পথটা ধুরে ভালোবাসা ভরা গ্রাম লামাহাটা বস্তি।
(লেখক পরিচিতি: পেশা ভিন্ন হলেই ভ্রমণের টানে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। বছরভর ভ্রমণেই কেটে যায় তাঁর। ভ্রমণ সংক্রান্ত লেখালেখি প্রায় ১০ বছর।)
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-06 19:53:30
Source link
Leave a Reply