সুন্দর কাটলেরি রাখুন
কিচেন এসেনশিয়ালসের এক বিশেষ অংশ হল কাটলেরি। রঙীন উজ্জ্বল কাটলেরি এ ক্ষেত্রে প্রথম পছন্দ হওয়া উচিত। এই কাটলেরিগুলি কিচেন এসেনশিয়ালসকে করে তুলবে ভাইব্রেন্ট। যেমন- উজ্জ্বল রঙের গ্লাস, কফি মগ, প্রিন্টেড প্লেট রাখতে পারেন। তবে সমস্ত কাটলেরিতেই প্রিন্ট না-থাকাই ভালো। তাই প্রিন্টেড ও এক রঙা প্লেট, মগ কিনবেন। অবশ্যই এগুলির মধ্যে রঙের ভারসাম্যের বিষয়টি নজরে রাখবেন। যেমন প্রিন্টেড মগ কিনলে হাল্কা রঙের প্লেট কিনুন। কন্ট্রাস্টের ওপর জোর দিন।
লাইটিং হোক মনোরম
অ্যাবস্ট্র্যাক্ট সিলিং লাইটই রান্নাঘরের সজ্জার জন্য কাজে লাগাতে পারেন। তবে খুব বড় বড় লাইট কিনে আনবেন না। কনট্রাস্ট অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের লাইট দিয়ে রান্নাঘর সাজান। রান্নাঘরকে আধুনিক ছোঁয়া দেবে এই লাইটগুলি।
ডেকোর পিস
সুন্দর সুন্দর সজ্জার জিনিসও কিনতে পারেন। যেমন- নকশাকরা সুন্দর কেটেল সাজিয়ে রাখতে পারেন। আবার ছুরি, চামচ ইত্যাদি রাখার জন্য স্টেটমেন্ট হোল্ডার কিনতে পারেন। মশলাপাতি রাখার জন্যও গ্লাসের জার বা কন্টেনার কেনা যায়।
রান্নাঘরে রাখুন সুন্দর ও ছোটখাটো প্লান্ট
গাছপালা বা চারাগাছ দিয়ে বাড়ি সাজাতে কে না-ভালোবাসে! সে ক্ষেত্রে রান্নাঘরের এক কোণেও ছোট একটা বা দুটি গাছের টব রাখতে পারেন। এর ফলে রান্নাঘরের পরিবেশ আরও সতেজ হয়ে উঠবে। তবে সিলিং লাইট লাগালে হ্যাঙ্গিং প্লান্ট লাগাবেন না। তা না-হলে পুরো সজ্জাই ঘেটে যেতে পারে।
সুগন্ধ
নানান রান্নার পদের সুগন্ধে ঘর ম ম করলে সকলেরই মন আনচান করে, খিদে পায়। কিন্তু রান্নাঘর যাতে আরও পরিষ্কার ও পরিচ্ছন্ন অনুভূত হয়, তার জন্য সুগন্ধী ব্যবহার করতে পারেন। রান্নাঘরের পাশে একটি কোণে কমপ্যাক্ট ডিফিউসার রাখা যায়। রান্না করতে করতে একঘেয়ে লাগুক বা আগুনের আঁচে তেতে থাকুন, এর সুগন্ধে মন হবে তরতাজা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-06 19:24:48
Source link
Leave a Reply