কলকাতা: যখন আপনি ওজন কমানোর (weight loss) লক্ষ নিয়ে এগোচ্ছেন তখন আপনি কি খাচ্ছেন আর কি খাচ্ছেন না, ওজন কমানোটা অনেকটাই তার ওপর নির্ভরশীল। সঠিক সময়ে খাবার খেলে সেটা সঠিক ভাবে হজম হওয়ার পাশাপাশি মেটাবোলিজম রেট (Metabolism) রেট বৃদ্ধি করে, যা ওজন কমানোর জন্য উপযোগী। সকালের জলখাবার বেশি করে খেয়ে শুরু করলে সারাদিন তুলনামূলক ভাবে কম খিদে পায়। এর ফলে লাঞ্চ ও ডিনারে কম খাবার খেলে কমে ওজন। অনেকেই মনে করেন রাতে বেশি দেরি করে খাবার খেলে ওজন বেড়ে যায়।
ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন (British Journal of Nutrition) এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী খাবার সময়ের সঙ্গে ওজন কম বা বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিংগস কলেজ অফ লন্ডনের (Kings college of London) গবেষক দলের (Reserach team) মতে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ১৫০০ বাচ্চার খাদ্যাভ্যাসের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে সন্ধের খাবারের ওপর ওজন বৃদ্ধি অনেকটাই নির্ভর করে। এবং গবেষণার শেষে তারা রাতে দেরি করে খাওয়া ও ওজন বৃদ্ধির মধ্যে কোনো যোগসূত্র পাননি।
সময়ের থেকে বড় ব্যাপার হল রাতে খাদ্য হিসেবে কি খাওয়া হচ্ছে সেটা। লাঞ্চ ও ডিনারের মধ্যে ব্যবধান বেড়ে গেলে রাতে খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। যার ফলে বেশি পরিমাণ ক্যালরি (calorie) শরীরে প্রবেশ করে ওজন বৃদ্ধি করে। এবং দেখা গেছে রাতের খাবারে অনেকেই অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। যখন খিদে পায় তখন অস্বাস্থ্যকর খাবার যেমন জাঙ্ক ফুড (Junk food), মিষ্টি জাতীয় খাবার (sweets) খাওয়ার প্রবনতা বাড়ে। অস্বাস্থ্যকর (Unhealthy) খাবার ও বেশী মাত্রায় খাবার গ্রহণ করার ফলে ওজন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে । তাই রাত্রে তাড়াতাড়ি না খেলেও ঘুমনোর অন্তত ২ ঘণ্টা আগে খাবার খাওয়া প্রয়োজন। এছাড়াও পুষ্টিকর খাবার খাওয়ার প্রতি জোর দেওয়া প্রয়োজন।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-05 22:28:56
Source link
Leave a Reply