হাইলাইটস
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
- রইল চাকুরীপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়
- মিলবে মোটা বেতনও।
এবার দেখে নেওয়া যাক, কোন কোন পদের আবেদন করতে পারবেন প্রার্থীরা। রইল চাকুরীপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলিও।
মোট শূন্য পদের সংখ্যা- ১৮৯
SSC(Tech) ৫৭- ১৭৫ পুরুষ শূন্য পদ
SSCW(Tech)-২৮- ১৪ শূন্য পদ
মৃত সেনাকর্মীদের স্ত্রীদের জন্য – ২ টি শূন্য পদ
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হওয়া আবশ্যক। যে সকল পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষে রয়েছেন তাঁরাও আবেদন জানাতে পারেন।
যে সকল পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষে পড়াশোনা করছেন তাদের অবশ্যই 1 অক্টোবর 2021-এর মধ্যে পরীক্ষায় পাস করার সব প্রমাণ ও মার্কশিট জমা করতে হবে। অফিসার ট্রেনিং একাডেমীতে ট্রেনিং শুরুর ১২ সপ্তাহের মধ্যে ইঞ্জিনিয়ারিং পাস করার সার্টিফিকেট জমা করতে হবে।
বয়সের ঊর্ধ্বসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
এছাড়া যে সকল সেনা কর্মী কর্মরত অবস্থায় মারা গেছেন, তাদের স্ত্রীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।
বেতন :
লেফটেনেন্ট- ৫৬,১০০,-১,৭৭,৫০০ টাকা
ক্যাপ্টেন-৬১,৩০০-১,৯৩,৯০০ টাকা
মেজর- ৬৯,৪০০-২,০৭,২০০ টাকা
লেফটেনেন্ট কর্নেল- ১,২১,২০০-২,১২,৪০০ টাকা
কর্নেল- ১,৩০,৬০০-২,১৫,৯০০টাকা
ব্রিগেডিয়ার- ১,৩৯,৬০০-২,১৭,৬০০ টাকা
মেজর জেনারেল- ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা
লেফটেনেন্ট জেনারেল HAG Scale- ১,৮২,২০০-২,২৪,১০০ টাকা
VCOAS/Army Cdr/লেফটেনেন্ট জেনারেল (NFSG)- ২,২৫,০০০ টাকা
COAS-২,৫০,০০০ টাকা
এছাড়াও আরও বেশ কিছু অ্যালাওয়েন্স পাবেন প্রার্থীরা।
কীভাবে করবেন আবেদন?
কেবলমাত্র অনলাইন মাধ্যমেই এই আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীদের www.joinindianarmy.nic.in-এ গিয়ে তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের সব নির্দেশিকা পালন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুন ২০২১।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-05 17:49:32
Source link
Leave a Reply