হাইলাইটস
- মাঝে মধ্যেই সঙ্গীকে জড়িয়ে ধরুন।
- না জাপটে জড়িয়ে ধরা নয়।
- তার মধ্যে যেন অবশ্যই আদর থাকে
কিছুদিন পর অবশ্য ওরা দুজন একসঙ্গে সংসার করতে শুরু করল। নিজের হাতে অঙ্কিতা সব সাজাল। আগের থেকে যেন তার স্বভাবে এতটু পরিবর্তন এসেছে। সৌরভের সঙ্গে কথা বলে। দু একদিন সৌরভের পছন্দমতো রান্নাও করেছে। বিয়ের ছ’মাস যেদিন পূর্ণ হল সেদিন সৌরভ তাকে তার পছন্দের লেখকের বি আর একগোছা ফুল উপহার দিল। অনেকদিন পর আচমকা এরকম উপহারে অঙ্কিতা যেমন অবাক হল তেমন খুশিও হল। এর পর থেকেই ওদের মধ্যেকার সম্পর্ক পালটে যেতে লাগল। হঠাৎ একদিন সৌরভের পছন্দের রং-তুলি-ক্যানভাস উপহার হিসেবে আনল অঙ্কিতা। আর এই ছোট চোট মুহূর্ত একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া, মন খুলে কথা বলার পর ওরা দুজন এখন একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু কীভাবে এই ছোট ছোট মুহূর্তই হয়ে উঠবে আপনার জীবনে ভীষণ দামি! রইল কিছু কথা…
*Please, thank you- এসব মাঝে মধ্যেই বলুন। এসবের মধ্যে মিশে থাকে ভালোবাসা আর আবদার। দেখবেন সঙ্গীরও ভালো লাগছে। মনে মনে তিনিও কিন্তু খুব খুশি হবেন।
*বাড়ির কাজে সঙ্গীকে সাহায্য করুন। হাতে হাতে কাজ এগিয়ে দিলে তাঁরও সুবিধা হয়। সেই সঙ্গে সময়ও কম লাগে। আর এই একসঙ্গে কাজ করার মধ্যে কিন্তু দারুণ একটা আনন্দ থাকে।
*মাঝে মধ্যেই সঙ্গীকে জড়িয়ে ধরুন। না জাপটে জড়িয়ে ধরা নয়। তার মধ্যে যেন অবশ্যই আদর থাকে। সঙ্গীকে এভাবে জড়িয়ে ধরলে তিনিও খুশি হবেন। মনে মনে ভরসা পাবেন। আর বন্ধন হবে আরও দৃঢ়।
*দিনের শুরুটা হোক একসঙ্গে। সকালের চা দুজনে একসঙ্গে খান। নরম রোদে কিছুক্ষণ গল্প করে হোক দিনের শুরু। আর যদি একে অপরের থেকে দূরে থাকেন তাহলে কিন্তু Good Morning বলতে একেবারেই ভুলবেন না। দেখবেন এতে মন খুব ভালো থাকবে।
*ঝগড়া হয়েছে? ঘরের আনাচ-কানাচে স্টিকি নোস রাখুন। তাতে লিখে রাখুন ভালোবাসার কিছু বার্তা। যেমন ব্রাশ করে ফ্রিজ খুলতে হবে। রয়েছে পছন্দের ব্রেকফাস্ট। কিংবা আজকে অফিসে সঙ্গী যে ড্রেস পরে যাবেন সেটাও আপনি সেই বার্তার মধ্যে লিখে দিন। গুছিয়ে রাখুন।
*আপনি যে তাঁকে ভালোবাসেন মাঝেমধ্যেই তা বুঝিয়ে দিন। ভালোবাসার কথা বলুন। আদর করুন। তাঁর কাজকে আপনি শ্রদ্ধা করেন সেটাও জডানান। দেখবেন এতে বন্ধন অনেক বেশি দৃঢ় হবে। ভালোবাসা বাড়বে।
*শরীর-মন সুস্থ থাকে চুমুতে। সেই সঙ্গে বাড়ে ভালোবাসাও। আর তাই কাজের ফাঁকে একবার চুমু খেতে কিন্তু ভুলবেন না। সঙ্গীকে চুমু খান, জড়িয়ে ধরে আদর করুন। গড়ে উঠবে রোম্যান্টিক সম্পর্ক। আর চুমু কিন্তু সব মান-অভিমান ভুলিয়ে দেয়।
*একে অপরের পছন্দের খাবার বানান। বাড়িতেই দুজনে মিলে করতে পারেন কুকিং চ্যালেঞ্জ। কেউ ডেজার্ট আবার কেউ মেন কোর্স বানিয়ে নিন। এবার একে অপরকে খাইয়ে দিন। পছন্দের গান শুনতে শুনতে খাবারটা এনজয় করুন।
*উইকেন্ডে চলে যান লং ড্রাইভে। কিংবা বাড়িতে হাউস পার্টিও করতে পারেন। পছন্দের পানীয় আনুন। রেস্তোরাঁর স্পেশ্যাল মেনু বানিয়ে নিন বাড়িতেই। পছন্দের আলোয় বাড়ির একটা কর্নার সুন্দর করে সাজিয়ে নিন। সন্ধেবেলা কাজ সেরে পছন্দের মিউজিক চালিয়ে বসে পড়ুন। একে অপরের সঙ্গে দিব্যি গল্প জুড়ুন। পছন্দের সিরিজ দেখুন। আর এনজয় করতে থাকুন cozy party।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-04 13:44:11
Source link
Leave a Reply